অনিল কাপুরের নায়ক সিনেমাটা মনে আছে? যেখানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম অফারে শিবাজি রাও না বলেছিলেন। এই শুভেন্দু অধিকারীও মনে হবে অনেকটা শিবাজি রাওই হতে চেয়েছেন। তাঁর দাবি শুনে আপনারও তাই মনে হবে। তিনি বলছেন, তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ অফার করা হয়েছিল। কিন্তু তিনি সেই অফারকে না বলেছিলেন। বিস্ফোরক শুভেন্দু বলছেন, তিনি অফার ছুড়ে ফেলে দিয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল 2020 সালের পয়লা ডিসেম্বর। কিন্তু তিনি তাতে হ্যাঁ বলেননি। এগরার সভা থেকে এই কথাই বললেন এককালে মমতা ব্যানার্জির কাছের মানুষ শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেড়িয়ে রাজ্যের শাসক দলের নানা ইস্যুতে নানা ভাবে কটাক্ষ করছেন। কিন্তু বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দুবদাতে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভাতে এসে তিনি যা বললেন, তাতে নতুন করে চর্চা শুরু হল। ওই সভাতেও তিনি রাজ্যের শাসক দলকে বিঁধতে ভোলেননি। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার তাঁকে উপমুখ্যমন্ত্রীর চেয়ারটা অফার করেছিল। কিন্তু সেই প্রস্তাব পেয়েও তিনি দলে থাকেননি। TMC-কে ছাড়ার সিদ্ধান্ত থেকে তাঁকে কেউ সরাতে পারেনি। আচ্ছা কোথাও কি শুভেন্দু নিজের মাহাত্মকে দেখানোর চেষ্টা করছেন। কানাফুসো অন্তত তেমনই বলছে। এরপর তিনি রাজ্যের কর্ম সংস্থান নিয়েও কটাক্ষ করেন। তাঁর মতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, রাজ্যবাসীকে বাঁচাতে হবে। যদিও শুভেন্দুর অধিকারীর এই দাবিকে নসাৎ করেছে রাজ্যের শাসক দল।