ক্যানিং-এ ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে মৃত্যু হল এক TMC কর্মীর। মৃতের নাম নান্টু গাজি। কলকাতার হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় ওই TMC কর্মীর। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজিপাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ISF-এর দিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় TMC জিতে যাওয়ায় শুক্রবার, 14 জুলাই এলাকায় চলে বিজয় উৎসব। সেই ঘটনার পর রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ISF-এর দিকে। ঘটনায় এলাকার কয়েকজন TMC কর্মী প্রতিবাদ করতে যায়। তারপরেই ISF কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপর পালাতে গিয়ে এক TMC কর্মী নান্টু গাজি পড়ে যান। তাঁকে ISF কর্মীরা এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।