দলে দুর্নীতি ছেয়ে গিয়েছে। রাজ্যে শিক্ষার অবস্থাও একেবরেই তলানিতে এসে ঠেকেছে। তাই তৃণমূল থেকে সিপিআইএমে যোগদান করলেন শতাধিক কর্মী। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চলছে দলবদলের খেলা। আর এই খেলায় এবার মুর্শিদাবাদে তৃণমূল ধাক্কা খেলো সব থেকে বেশি। তা কেন্দ্র করে প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনৈতিক হিসেব নিকেশ। কারণ সেখানে একেবারে 350টি পরিবার ঘাসফুল ছেড়ে বামেদের দলে যোগ দিয়েছে। মানে তৃণমূলে থাকাটা কতটা দায় হয়ে দাঁড়িয়েছে যে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বামেদের দলে ভিড়তে হচ্ছে। উঠছে প্রশ্ন।