গণনার আগের রাতেই খড়গপুর শহরে প্রকাশ্যে চলল গুলি। আর তাতেই প্রাণ হারালেন এক তরতাজা যুবক। পঞ্চায়েত ভোট গণনার আগেই এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের গাটরপাড়া এলাকায়। সোমবার রাত ঘড়িতে যখন দশটা বাজে, ঠিক সেইসময় বছর 31-এর ছোটু যাদব নামে এক যুবক বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় যে তাকে মারার জন্য দুষ্কৃতিরা ওঁত পেতে ছিল তা গুণাক্ষরেও টের পাননি ছোটু। তাকে লক্ষ্য করে প্রথমে পাথর ছোঁড়ে দুষ্কৃতিরা। অতর্কিত পাথরের আঘাতে ছোটু যাদব রাস্তায় পড়ে যাওয়া মাত্রই তার মাথায় দুই রাউন্ড গুলি মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোটু যাদবের। রক্তে ভয়ে যায় রাস্তা। স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে তদন্ত নেমে কিছুক্ষণের মধ্যে খড়গপুর শহরের এক দুষ্কৃতী সনু মিশ্রকে গ্রেপ্তার করে। পুরনো কোনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়্গপুরে।