
4 Most Positive Zodiac: রাশিচক্রের প্রতিটি চিহ্নেরই নিজস্ব স্বভাব, শক্তি ও দুর্বলতা রয়েছে। কেউ বাস্তববাদী, কেউ আবেগপ্রবণ। কেউ কেউ আবার সব পরিস্থিতিতেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখতে পারেন। সময় যতই কঠিন হোক, এই ধরনের মানুষরা আশপাশের পরিবেশকেও আলোকিত করে তোলেন তাঁদের মনোভাব দিয়ে। জ্যোতিষ মতে, এমন চারটি রাশি রয়েছে যাদের স্বভাবে জন্মগতভাবেই সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি কাজ করে। পরিস্থিতি প্রতিকূল হলেও এই রাশির জাতক-জাতিকারা সহজে ভেঙে পড়েন না। বরং সামনে এগোনোর রাস্তা খুঁজে নেন আত্মবিশ্বাসের সঙ্গে।
ধনু (Sagittarius)
ইতিবাচকতার কথা উঠলেই প্রথমেই ধনু রাশির নাম আসে। বৃহস্পতির প্রভাবে এই রাশির মানুষরা স্বভাবতই আশাবাদী। জীবনে সমস্যা আসবে, তা তাঁরা জানেন। কিন্তু সেই সমস্যার মধ্যেও সুযোগ খোঁজার মানসিকতা থাকে ধনুদের। নতুন অভিজ্ঞতা, নতুন চিন্তাধারা এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখাই এদের শক্তি। হতাশা দীর্ঘদিন তাঁদের ছুঁতে পারে না।
সিংহ (Leo)
সিংহ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসের প্রতীক। সূর্যের প্রভাবে এরা নিজের উপর বিশ্বাস রাখতে জানেন। জীবনের যে কোনও পরিস্থিতিতে নেতৃত্ব দিতে বা দায়িত্ব নিতে পিছপা হন না। আশপাশের মানুষদেরও উৎসাহ দিতে পারেন সহজেই। সমস্যার মুখে দাঁড়িয়ে ভয় পাওয়ার বদলে সিংহ রাশির মানুষরা ভাবেন; কীভাবে পরিস্থিতিকে নিজের অনুকূলে আনা যায়।
মেষ (Aries)
মেষ রাশির মানুষদের সবচেয়ে বড় পরিচয় হল তাঁদের উদ্যম। নতুন শুরু করতে ভয় পান না তাঁরা। কোনও কাজ ব্যর্থ হলেও সেটিকে শেষ বলে মানতে নারাজ মেষরা। বরং আবার চেষ্টা করার মানসিকতাই তাঁদের এগিয়ে রাখে। এই রাশির জাতক-জাতিকারা বিশ্বাস করেন, উদ্যোগ নিলে পথ বেরোবেই। এই মনোভাবই তাঁদের অন্যতম ইতিবাচক রাশির তালিকায় জায়গা করে দিয়েছে।
তুলা (Libra)
শান্ত স্বভাব ও ভারসাম্য রক্ষার ক্ষমতার জন্য তুলা রাশি আলাদা করে নজর কাড়ে। এই রাশির মানুষরা নেতিবাচক পরিস্থিতিতেও শান্ত থাকতে চেষ্টা করেন। ঝগড়া-বিবাদ বা অস্থিরতার বদলে সমাধানের পথ খোঁজাই তাঁদের লক্ষ্য। সম্পর্ক, কাজ কিংবা পারিবারিক বিষয়ে তুলা রাশির জাতক-জাতিকারা সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে চান।
সব রাশির মধ্যেই ভাল-মন্দ মিশিয়ে থাকলেও, জ্যোতিষ মতে ধনু, সিংহ, মেষ ও তুলা; এই চার রাশির জাতকরা সহজাতভাবেই আশাবাদী ও ইতিবাচক। জীবনের ওঠানামার মধ্যেও তাঁরা হাসতে জানেন। আর সেই হাসিই অনেক সময় হয়ে ওঠে তাঁদের সবচেয়ে বড় শক্তি।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।