Advertisement

Most Jealous Zodiac: অন্যের ভাল দেখতে পারে না, এই ৪ রাশি ভীষণ হিংসুটে

Most Jealous Zodiac: হিংসে এমন একটা জিনিস যা বড় আকার নিলে ভয়াবহ পরিণতি হতে পারে। হিংসে থেকে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে দেয়। কিছু মানুষ চার পাশে থাকেই এমন যে অন্যদের সাফল্য দেখতে পারে না। নিজেরা প্রতিযোগিতা শুরু করে। তারই সঙ্গে আবার কী ভাবে সফল মানুষটির ক্ষতি করা যায় তা-ও ভাবতে থাকে।

হিংসুটে ৪ রাশিহিংসুটে ৪ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 7:40 PM IST
  • হিংসে এমন একটা জিনিস যা বড় আকার নিলে ভয়াবহ পরিণতি হতে পারে।

হিংসে এমন একটা জিনিস যা বড় আকার নিলে ভয়াবহ পরিণতি হতে পারে। হিংসে থেকে মানুষ মানুষকে খুন পর্যন্ত করে দেয়। কিছু মানুষ চার পাশে থাকেই এমন যে অন্যদের সাফল্য দেখতে পারে না। নিজেরা প্রতিযোগিতা শুরু করে। তারই সঙ্গে আবার কী ভাবে সফল মানুষটির ক্ষতি করা যায় তা-ও ভাবতে থাকে। রাশিচক্রের বিশেষ চার রাশির জাতক জাতিকারা ভয়ানকভাবে হিংসুটে হয়। এরা কোনও ভাবেই অন্যের ভাল সহ্য করতে পারে না। অন্যরা সফল হলে এদের মনে ক্ষোভ জমতে থাকে। এদের থেকে সাবধানে থাকাই বাঞ্ছনীয়। এরা কারা দেখে নেওয়া যাক।

কন্যা রাশি
অন্যের ভাল দেখলে এরা শান্তিতে থাকতে পারে না। অফিসে অন্য সহকর্মীর প্রশংসা করা হলে এরা হিংসে করতে থাকে। বসের কাছে তার ভাবমূর্তি খারাপ করতে যা খুশি করতে পারে। নিজেকে শীর্ষে দেখতে পছন্দ করে। কিন্তু কাজের মাধ্যমে নয়। অসৎ ভাবে অন্যকে ছোট করেই এরা এগিয়ে যেতে পছন্দ করে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা খুব ঈর্ষা পরায়ন হয়। এদের মনে হিংসে তৈরি হলেই এরা অস্থির হয়ে ওঠে। সারাদিন অন্যের সাফল্য এদের ব্যতিব্যস্ত করে রাখে। নিজে সফল হতে যা যা করণীয় তা এরা তখন করে না। কী ভাবে সফল মানুষটির খারাপ হয় তাই নিয়েই ভাবতে থাকে।

মেষ রাশি
এরা প্রতিযোগী মনোভাবের হয়। অন্যরা যখন বেশি আয় করে বা ভাল থাকেন, তখন এদের মনে হিংসে বাসা বাঁধে। কী ভাবে ওই সফল মানুষটিকে নীচে নামিয়ে নিজেকে সেখানে নিয়ে যাওয়া যায় তা নিয়ে ভাবে।

কুম্ভ রাশি
এরা এমনিতে বেশ অন্তর্মুখী। বাইরে কথা বললেও, ভিতরে আসলে কী চলছে তা বুঝতে দেয় না। যে মুহূর্তে এরা অন্যের সাফল্যের কথা শোনে এরা ঈর্ষায় জ্বলে পুড়ে যায়। কিন্তু এদের মুখের কথা বা হাসি দেখে তা বোঝা যায় না। অন্যের ভাল কাজ দেখলে এরা নিরাপত্তাহীনতায় ভোগে। অন্যদের সঙ্গে নিজের অনবরত তুলনাও করতে থাকে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement