Advertisement

Kendra Drishti Yog 2025: শনি-বুধের কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ ডিসেম্বর থেকে আর্থিক লাভ হবে ৪ রাশির

৩০ ডিসেম্বরের দুপুর ১২টা ৪৩ মিনিটে শনি এবং বুধ একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে শনি এবং বুধ কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করবে। জ্যোতিষ অনুসারে, কেন্দ্র দৃষ্টি যোগ ধন যোগকে সক্রিয় করার কাজে একাই একশো। পাশাপাশি এই যোগের জন্য জীবনে শান্তি আসে। সুখে দিন কাটানো যায়। তাই যাঁদের যাঁদের উপর এই যোগের প্রভাব পড়বে, তাঁরা এই সময় হাতে অনেকটাই টাকা পেতে পারেন। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে ৩০ ডিসেম্বর বুধ এবং শনির দ্বারা তৈরি এই দুর্লোভ যোগ কোন কোন রাশির জীবনে ভাল সময় ডেকে আনবে।

কেন্দ্র দৃষ্টি যোগকেন্দ্র দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 10:56 AM IST
  • ৩০ ডিসেম্বরের দুপুর ১২টা ৪৩ মিনিটে শনি এবং বুধ একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে
  • এর ফলে শনি এবং বুধ কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করবে
  • কেন্দ্র দৃষ্টি যোগ ধন যোগকে সক্রিয় করার কাজে একাই একশো

৩০ ডিসেম্বরের দুপুর ১২টা ৪৩ মিনিটে শনি এবং বুধ একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে শনি এবং বুধ কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করবে। জ্যোতিষ অনুসারে, কেন্দ্র দৃষ্টি যোগ ধন যোগকে সক্রিয় করার কাজে একাই একশো। পাশাপাশি এই যোগের জন্য জীবনে শান্তি আসে। সুখে দিন কাটানো যায়। তাই যাঁদের যাঁদের উপর এই যোগের প্রভাব পড়বে, তাঁরা এই সময় হাতে অনেকটাই টাকা পেতে পারেন। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে ৩০ ডিসেম্বর বুধ এবং শনির দ্বারা তৈরি এই দুর্লোভ যোগ কোন কোন রাশির জীবনে ভাল সময় ডেকে আনবে।

মিথুন রাশি

কেন্দ্র দৃষ্টি যোগের জন্য মিথুন রাশির জীবনে উন্নতি হবে। আপনারা এত দিনে উচিত ফল পাবেন। কেরিয়ারে স্থিরতা আসবে। পাশাপাশি অনেক দিন ধরে আটকে থাকা কাজে গতি পাবেন। কার্যক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতা করবেন। টাকা-পয়সা জনিত সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে পারবেন। নতুন কোনও ভাল পরিকল্পনা করতে পারবেন। সেই সঙ্গে নতুন কাজও শুরু করে পারবেন। যার ফলে জীবনে লাভ পাবেন।

কন্যা রাশি

এই সময় কন্যা রাশির জাতকদের অর্থিক স্থিতি ফিরবে। পুরনো অনেক কাজের ফল পাবেন এখন। বন্ধু এবং সহকর্মীদের সাহায্য মিলবে। পাশাপাশি পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে। টাকা-পয়সার বিষয়ে ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন কোনও স্কিলও শিখতে পারেন। টাকা নিয়ে চলা অনেক দিনের বিবাদ দূর হবে।

মকর রাশি

এই যোগের জন্য আয় বাড়বে মকর রাশির। বিনিয়োগের ক্ষেত্রে লাভ পাবেন। পাশাপাশি অনুশাসন এবং পরিশ্রমের ফল পাবেন এখন। নিজের পরিচিতিও বাড়বে। পদোন্নতি হতে পারে। নতুন পদ পেতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত সফল হবে। রোজগার বাড়বে। নতুন কোনও আয়ের পথ খুঁজে নিতে পারেন।

মীন রাশি

এই সময়টা দারুণ কাটবে মীন রাশিরও। এই যোগ কার্যক্ষেত্রে স্থিরতা আনবে। সিনিয়ররা আপনাকে সাহায্য করবেন। আর্থিক স্থিতি ঠিক ঠাকই থাকবে। বন্ধুদের পরামর্শ লাভদায়ক হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সময়। অনেক দিনের আটকে থাকা কাজে এখন গতি আসবে। কোথাও ধার দেওয়া টাকা এখন ফেরত পাবেন। নতুন সম্পর্ক তৈরি করলে ভবিষ্যতে লাভ পাবেন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement