
হিন্দু ধর্মমতে, লক্ষ্মীদেবী হলেন ধনসম্পদের দেবী। বৃহস্পতি ও শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। লক্ষ্মীর কৃপায় তাঁদের ভক্তদের কোনও কিছুরই অভাব থাকে না। তাই নিষ্ঠাভরে লক্ষ্মীদেবীর পুজো করলে, সেই ব্যক্তির টাকা-পয়সার অভাব কোনওদিনই থাকে না। তবে কিছু রাশি আছে, যাঁরা মা লক্ষ্মীর খুবই প্রিয়। সারা বছরই মা লক্ষ্মীর প্রিয় রাশির জাতিকারা সারা বছরই নানা ভাবে শ্রী সম্পদ অর্থ সম্পত্তিতে পূর্ণ থাকেন। কারা সেই সৌভাগ্যবান?
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কর্মঠ এই রাশির ব্যক্তিদের উপর মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকে। এঁরা যে কোনও কাজেই সাফল্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অর্থাভাব এঁদের কাছে ঘেঁষতে পারবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে গোটা বছর এই রাশির ব্যক্তিরা সুখে কাটাতে পারবেন।
মিথুন রাশি
খরচের হাত বেশি হলেও মিথুন রাশির জাতক-জাতিকাদের কখনও অর্থকষ্টের মুখে পড়তে হয় না। এর কারণ হল এঁদের উপর লা লক্ষ্মীর আশীর্বাদের হাত সর্বদা থাকে। এই ভচরটি তাই মিথুন রাশির জন্য একটু বেশি ভাল হবে। জীবনে শান্তি থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পেতে পারেন মিথুন রাশির ব্যক্তিরা। হঠাৎ অর্থপ্রাপ্তিরও সুযোগ দেখা যাচ্ছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারাও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হন। বছরজুড়ে এঁরা নানা দিক থেকে সুখবর পেতে পারেন। লক্ষ্মীর কৃপায় এই রাশির ব্যক্তিদের জীবনে সম্পদের অভাব হয় না। শাস্ত্রমতে, সিংহ রাশির নেতৃত্বদানের ক্ষমতার নেপথ্যেও রয়েছে মা লক্ষ্মীর কৃপা। বছরের শুরুতেই এঁরা চমকে দেওয়া সুখবর পেতে পারেন।
মীন রাশি
সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ মীন রাশির ব্যক্তিদের উপরও থাকে। মা লক্ষ্মীর পাশাপাশি এঁরা নারায়ণেরও কৃপাপ্রার্থী হন। এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি।এই বছরটি মীন রাশির দারুণ কাটতে চলেছে। কোনও দামী জিনিস কেনার পরিকল্পনা থাকলে তা এই বছরের মধ্যে সেটি কিনে ফেলতে পারেন। নানা দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।