গ্রহের অবস্থানে পরিবর্তন। আর তার ফলে সরাসরি লাভবান হতে পারেন নির্দিষ্ট কিছু রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ গণনা অনুসারে, আসন্ন মাসিক শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ আসতে চলেছে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকার জীবনে। এক্ষেত্রে উল্লেখ্য, বর্তমান সময়টা, তথা ২০২৩ সাল তাঁদের যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে। তবে বছরের শেষে সেই সমস্ত কঠিন পরিস্থিতির থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা। বিশেত আসন্ন মাসিক শিবরাত্রীর তিথিতে মহাদেবের পুজো অর্চনা করলে তাঁরা লাভবান হবেন।
মাসিক শিবরাত্রি কী?
প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসির শিবরাত্রি পালন করা হয়। এটি কিন্তু মহাশিবরাত্রির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ১২ মাসের মধ্যে একটিতেই সেই মহাশিবরাত্রী পালিত হয়। কিন্তু এমনিতে প্রতি মাসেই এই নির্দিষ্ট তিথিতে শিবরাত্রি থাকে। এই নির্দিষ্ট সময়টি শিবের আরাধানা করার জন্য সবচেয়ে ভাল। এই দিন মনে করে শিবের মাথায় জল দিতে ভুলবেন না। ধুতরো, আকন্দ ফুল সহযোগে ভক্তি ভরে পুজো, শিব চালিসা পাঠ করলে অবশ্যই লাভ পাবেন। মনে প্রশান্তি ও আত্মবিশ্বাস পাবেন। আর এই আত্মবিশ্বাসই আপনার সাফল্য এনে দিতে পারে।
উল্লেখ্য, গ্রহের কারণে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা আসন্ন মাসিক শিবরাত্রি থেকে ভাল সময়ের মুখ দেখবেন। আসুন সেই রাশির বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক।
মেষ রাশি- ২০২৩ সালের শেষ মাসিক শিবরাত্রি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। শুধু তাই নয়, ২০২৪ সালেও তাঁদের জীবনে মহাদেবের গ্রহের শুভ অবস্থানের কারণে যে কাজই করবেন, তা সহজে এগিয়ে যাবে। সাফল্য পাবেন। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। শুধু তাই নয়, যাঁদের ২০২৩ সালে বিভিন্ন কাজে বাধা আসছিল, মাসিক শিবরাত্রির পর থেকে সেই সমস্যাগুলি কেটে যাবে।
বৃশ্চিক রাশি- ২০২৩ সালটা বৃশ্চিক রাশির ভালমন্দ মিশিয়ে গিয়েছে। তবে মানসিক চাপ বেড়েছে। গ্রহের অবস্থানের কারণে বৃশ্চিক রাশির জীবন অনেক বেশি পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আসন্ন মাসিক শিবরাত্রিতে এই রাশির জীবনে মহাদেবের আশীর্বাদ আসতে চলেছে। কেরিয়ার ও ব্যবসার দিক থেকে আপনার প্রাপ্য সম্মান পেতে পারেন। বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে উন্নতি হবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। তাহলেই ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য ও প্রেমে উন্নতি পাবেন।
মকর রাশি- এই বছরটা মোটামুটি ভালই গিয়েছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে অশান্তি, অস্থির ভাব, আলস্য ছিল অনেকটাই বেশি। মকর রাশির অধিপতি শনিদেব। আর মহাদেবের আশীর্বাদ থাকলে শনিদেব প্রসন্ন হন। আসন্ন মাসিক শিবরাত্রি থেকে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। তাই আলস্য ত্যাগ করে একটু পরিশ্রম করলেই ২০২৪ সালে অনেকটা এগিয়ে যেতে পারবেন।
কুম্ভ রাশি- মাির শিবরাত্রিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। বিশেষত পড়ুয়াদের জন্য এই সময় শুভ। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। অবিবাহিতদের প্রেম ও বিবাহ যোগ রয়েছে। বিবাহিতদের দাম্পত্য সম্পর্ক মধুর হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)