Advertisement

আজ থেকে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে ৫ রাশির উপর, সোনার সময় শুরু

পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি থাকায় দিনটি বিশেষভাবে শুভ। শুক্রবার যেহেতু মা লক্ষ্মীর প্রিয় বার, তাই কয়েকটি রাশির জন্য আগামীকাল হবে সৌভাগ্য, সমৃদ্ধি ও সফলতার দিন। দেখে নিন কোন রাশির ভাগ্য হাসছে।

শুক্রের রাশিফলশুক্রের রাশিফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 11:05 PM IST

আজ ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবারচাঁদের কন্যা রাশিতে গোচর, সাথে শোভন যোগ, অতিগণ্ড যোগ এবং উত্তর ফাল্গুনী-হস্তা নক্ষত্র। বৈদিক গণনা বলছে, পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি থাকায় দিনটি বিশেষভাবে শুভ। শুক্রবার যেহেতু মা লক্ষ্মীর প্রিয় বার, তাই কয়েকটি রাশির জন্য আগামীকাল হবে সৌভাগ্য, সমৃদ্ধি ও সফলতার দিন। দেখে নিন কোন রাশির ভাগ্য হাসছে।

বৃষ রাশি
আজ বুধাদিত্য যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। শত্রুর ষড়যন্ত্র থেকে রেহাই মিলবে। সম্পত্তি কেনা-বেচা সংক্রান্ত কাজে সাফল্য আসবে। দাম্পত্যে সুখ বজায় থাকবে এবং সঙ্গীর পাশে পাওয়া যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব এগোতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা আজ সৌভাগ্য লাভ করবেন। দীর্ঘদিনের বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছে পূরণ হতে পারে। ক্যারিয়ারে শুভ পরিবর্তন ঘটবে। পরিশ্রমের সঠিক ফল মিলবে। কোনও ভালো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাবও পেতে পারেন।

আরও পড়ুন

সিংহ রাশি
শোভন যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। নতুন আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। সব কাজে সাফল্য মিলবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। নতুন চাকরি খুঁজছেন যারা, তাঁদের কাছে সুখবর আসতে পারে।

বৃশ্চিক রাশি
আগামীকাল লক্ষ্মীর বর্ষণ হবে বৃশ্চিক রাশির জাতকদের উপর। ধর্মীয় কাজে মন স্থির থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। ব্যবহারে সৌজন্যতা বাড়ায় মানুষ আপনাকে আরও সম্মান দেবে। কর্মক্ষেত্রে লাভ ও অর্থভাগ্য উজ্জ্বল।

ধনু রাশি
আগামীকাল উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রভাবে ধনু রাশির জাতকেরা নতুন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। পুরনো অসমাপ্ত কাজ গুছিয়ে নেওয়ার জন্য দিনটি আদর্শ। মানসিক চাপ কমে যাবে এবং দিনটি কাটবে শান্ত, সফল ও আনন্দময় ভাবে।

 

Read more!
Advertisement
Advertisement