Advertisement

Malvya Raj Yog 2023: ১০০ বছর পর অমাবস্যায় তৈরি বিরল যোগ, ৫ রাশির সমস্ত ইচ্ছেপূরণ

Top 5 Most Luckiest Zodiac Sign, 13 December 2023: শাস্ত্র মতে, ১০০ বছর পর অমাবস্যায় বিরল যোগ। শুক্রের গোচরের ফলে বিশাল শক্তিশালী মালব্য রাজযোগের নির্মাণ হয়েছে। ফলে ভালো সময় শুরু হবে এই পাঁচ রাশির।

১০০ বছর পর অমাবস্যায় তৈরি বিরল যোগ, ৫ রাশির সমস্ত ইচ্ছেপূরণ১০০ বছর পর অমাবস্যায় তৈরি বিরল যোগ, ৫ রাশির সমস্ত ইচ্ছেপূরণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2023,
  • अपडेटेड 8:02 AM IST

প্রতি মুহূর্তের একাধিক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এই কারণে তৈরি হচ্ছে নানান যোগ। কখনও গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে শুভ যোগ তৈরি হচ্ছে তো কখনও কারও জীবনে নেমে আসছে কঠিন সময়। শাস্ত্র মতে, ১০০ বছর পর অমাবস্যায় বিরল যোগ। শুক্রের গোচরের ফলে বিশাল শক্তিশালী মালব্য রাজযোগের নির্মাণ হয়েছে। ফলে ভালো সময় শুরু হবে এই পাঁচ রাশির।

মেষ (Aries)

ভালো সময় শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। অমাবস্যায় মালব্য যোগ তৈরি হচ্ছে। এর ফলে ব্যবসায় হবে উন্নতি। হাতে আসবে প্রচুর পরিমাণে অর্থ। এই সময় সকল কাজে মিলবে সাফল্য। মেনে চলুন শাস্ত্র মত।

আরও পড়ুন

মিথুন (Gemini)

ব্যবসায় উন্নতি হবে মিথুন রাশির। এই সময় ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রচুর অর্থ পেতে পারেন। জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন। কঠোন পরিশ্রমে ফল পাবেন। ঋণ থেকে মিলবে মুক্তি।

কন্যা (Virgo)

ব্যবসা বাণিজ্যে হবে উন্নতি। আজ ভ্রমণে যেতে পারেন। আজ শিশুদের জন্য ভালো দিন। আজ লটারি, শেয়ার মার্কেটে হবে উন্নতি।

তুলা (Libra)

তুলা রাশির জাতক জাতিকার জন্য ভালো দিন। কেরিয়ারে হবে উন্নতি। পরীক্ষায় ভালো ফল পাবেন। রাজযোগে হবে উন্নতি। এই সময় জাতক-জাতিকারা ভালো ফল পেতে পারেন।

মকর (Capricorn)

মকর রাশির জাতক জাতিকার জন্য ভালো দিন। আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি হবে। বাবা-মায়ের শরীর ভালো থাকবে। সতর্ক থাকুন। এই সময় সব কাজে উন্নতি হবে। এই

শাস্ত্র মতে, ভালো সময় শুরু হবে এই পাঁচ রাশির জীবনে। মিলবে উপকার। সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। ১০০ বছর পর অমাবস্যায় বিরল যোগ। এই কারণে লাভবান হবেন এই পাঁচ রাশির জাতক জাতিকা। মেনে চলুন শাস্ত্র মত। 

 

Read more!
Advertisement
Advertisement