অক্টোবরে সূর্যের নক্ষত্র উত্তরাফাল্গুনী নক্ষত্রে গোচর করবে ৬ অক্টোবর ২০২৫-এ। অপরদিকে ৯ অক্টোবর ২০২৫-এ শুক্র বুধের রাশি কন্যাতে গোচর করবে। এরপর ১৭ অক্টোবর ২০২৫-এ চন্দ্রমার নক্ষত্র হস্ত নক্ষত্রে এন্ট্রি নেবে। মাসের শেষে অর্থাৎ ২৮ অক্টোবর ২০২৫-এ শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্রের একই মাসে এতবার গোচর ৩ রাশির জাতকদের জন্য বিশেষ লাভজনক হতে চলেছে। এঁরা সব ধরনের সুবিধা, আর্থিক লাভ পাবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর খুবই ইতিবাচকতা নিয়ে আসবে। বৃষ শুক্র গ্রহের রাশি, তাই এই গোচর শুভ হতে চলেছে এই রাশির জাতকদের ক্ষেত্রে। আয়ের রাস্তা খুলে যাবে। আটকে থাকা অর্থ অথবা পুরনো কোনও কাজের টাকা এই সময় পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শুক্রের ৪ বার গোচর খুবই লাভ দেবে। বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। পড়ুয়ারা সফল ও নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। জাগতিক সুখ বাড়বে। নতুন সম্পত্তি কিনতে পারেন। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কুম্ভ রাশি
শুক্র গোচরের কারণে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় খুবই শুভ বলে মনে হবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির রাস্তা খুলে যাবে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে। লক্ষ্যের দিকে এগিয়ে সফলতা পাবেন এই রাশির জাতকেরা। কেরিয়ারে উন্নতি করার সুযোগ আসবে। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময় কোনও সমস্যা থেকে নিস্তার পাবেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)