Advertisement

Surya Dev Favorite Zodiac: সূর্যদেবের বিশেষ কৃপায় ৩ রাশির ভাগ্য, সরকারি চাকরির সঙ্গে খুব সম্মানও পান এঁরা

Surya Dev Favorite Zodiac: গ্রহদের রাজা সূর্যদেবের কৃপা কিছু রাশির ওপর পড়তে দেখা যায়। আর সূর্যের সুনজর তাঁদের ওপর পড়তেই এই রাশিদের ভাগ্য সপ্তম সুরে পৌঁছায়। সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রহদের রাজা। নেতৃত্বগুণ দেয় সূর্য। কোষ্ঠীতে সূর্য শক্তিশালী না হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমতে শুরু করে।

সূর্যদেবের প্রিয় রাশি কারা?সূর্যদেবের প্রিয় রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 4:04 PM IST
  • গ্রহদের রাজা সূর্যদেবের কৃপা কিছু রাশির ওপর পড়তে দেখা যায়।

গ্রহদের রাজা সূর্যদেবের কৃপা কিছু রাশির ওপর পড়তে দেখা যায়। আর সূর্যের সুনজর তাঁদের ওপর পড়তেই এই রাশিদের ভাগ্য সপ্তম সুরে পৌঁছায়। সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রহদের রাজা। নেতৃত্বগুণ দেয় সূর্য। কোষ্ঠীতে সূর্য শক্তিশালী না হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমতে শুরু করে। বাধাবিপত্তি আসতে থাকে। ব্যক্তির মধ্যে থাকে না নেতৃত্বগুণ। সমস্যা আসে পথে। ৩ রাশির জাতক-জাতিকারা সর্বদা গ্রহদের রাজা সূর্যের আশীর্বাদপ্রাপ্ত হন। তাঁরা সকল ক্ষেত্রেই উন্নতি করেন। চলুন জেনে নিই এই সব রাশির নাম।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর সূর্যের কৃপা থাকে বিশেষভাবে। এই রাশির জাতকেরা আত্মবিশ্বাসী হন ও সূর্যদেবের প্রভাবে জাতকদের মান-সম্মান প্রাপ্তি হয়। ভগবান সূর্যের কৃপায় এই জাতকদের সব কাজ সফল হয়। আর এঁরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পান। কঠোর পরিশ্রম করেন। ফলে সাফল্য অর্জন করেন তাঁরা। ভালো অর্থ কামান।

সিংহ রাশি
সূর্যদেব সিংহ রাশির অধিপতি গ্রহ। তাই এই রাশির জাতকদের ওপর বিশেষ কৃপা থাকে সূর্যের। এঁদের আত্মবিশ্বাস যেমন থাকে তেমনি এঁরা দারুণ সাহসী হয়। এই রাশির জাতকদের ব্যক্তিত্ব খুব ভাল হয়। সিংহ রাশির জাতকদের আর্থিক সমস্যা থাকে না। কেরিয়ারে খুব বড় জায়গায় পৌঁছান এঁরা। নেতৃত্ব দেওয়ার গুণ থাকে এঁদের। এই রাশির জাতকেরা খুব সহজেই অন্যদের আকর্ষিত করতে পারেন। 

ধনু রাশি
সূর্যের প্রিয় রাশিদের মধ্যে অন্যতম ধনু রাশি আর এঁদের অধিপতি স্বামী বৃহস্পতি। এই কারণে এই রাশির জাতকদের ওপর সূর্যদেব তাঁর বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। এই রাশির জাতকদের ভাগ্য সর্বদা সঙ্গ দেয় এঁদের। সূর্য ও বৃহস্পতির কৃপায় এই রাশির জাতকরা সব কাজ খুব নিপুণভাবে সম্পন্ন করেন। ব্যবসায় এগিয়ে থাকেন এঁরা। সমাজে সম্মান পায় এঁরা।    

Read more!
Advertisement
Advertisement