
Mangal Lucky Rashi: জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর, অন্যদিকে শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এই গ্রহ যখন অশুভ থাকে, তখন জীবনে বাধা-বিপত্তি, রাগ ও সংঘাত বাড়ায়। কিন্তু শুভ অবস্থানে থাকলে মঙ্গল স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি এবং আত্মবিশ্বাস এনে দেয়।
প্রতি ৪৫ থেকে ৫৭ দিন অন্তর মঙ্গল রাশি পরিবর্তন করে। এ বার ২৭ অক্টোবর মঙ্গল তুলা রাশি ছেড়ে প্রবেশ করছে নিজের ঘর, বৃশ্চিক রাশিতে। জ্যোতিষীদের মতে, মঙ্গলের এই গোচর চারটি রাশির জীবনে নিয়ে আসবে দারুণ ইতিবাচক পরিবর্তন।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি নিজেই মঙ্গল, তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি ও নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা জোরালো। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনও অমীমাংসিত বিষয় থাকে, তারও সমাধান হতে পারে। বন্ধুবান্ধবের সাহায্যে চাপ ও উত্তেজনা কিছুটা কমবে। দীর্ঘদিনের পরিকল্পিত কাজ শেষ হবে সাফল্যের সঙ্গে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্যও এই সময় সাফল্যের। প্রেমের জীবনের জটিলতা কেটে যাবে। সন্তান সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির দিক থেকেও সম্পত্তি বা অর্থগত সুবিধা মিলতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে থাকবে, ফলে সিদ্ধান্ত নেওয়ায় সুবিধা হবে। পরিবারের সঙ্গে কোনও ছোট সফরের পরিকল্পনাও সফল হতে পারে।
বৃশ্চিক রাশি
মঙ্গল নিজ গৃহে প্রবেশ করছে, তাই বৃশ্চিক রাশির জাতকদের জন্য এটি শক্তির সময়। কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ আর্থিক লাভ বা নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিনের পারিবারিক টানাপড়েন মিটে যেতে পারে। অবিবাহিতদের জন্য শুভ সময়, উপযুক্ত সঙ্গীর দেখা মিলতে পারে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবং সন্তানদের থেকেও সুখ পাবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনে আসতে পারে সুখবর। যাঁরা চাকরিহীন, তাঁদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। ছাত্রছাত্রীরা পরিশ্রমের ফল পাবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও কাজে সাফল্য আসবে। স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে। পিতামাতার সহায়তায় নতুন উদ্যোগ শুরু হতে পারে। পারিবারিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, মিলবে মানসিক শান্তি।
জ্যোতিষবিশেষজ্ঞদের মতে, মঙ্গলের এই রাশিপরিবর্তন কেবল এই চার রাশিকেই নয়, গোটা রাশিচক্রেই এক নতুন শক্তির সঞ্চার করবে। তবে যাঁদের জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভভাবে স্থিত, তাঁদের জন্যই এ সময় সবচেয়ে বেশি কল্যাণকর হতে চলেছে।