সৃষ্টিকর্তা শ্রী হরির কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি সর্বদাই থাকে। বৃহস্পতিবারকে বিষ্ণুর পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে। এছাড়াও একাদশী ও চার্তুমাসকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিষ্ণুর আরাধনার জন্য। এর পাশাপাশি ভগবান বিষ্ণুর পুজো নিয়মিত রূপে করলে সর্বদা নারায়ণের কৃপা তাঁদের ওপর থাকে। কিন্তু কিছু এমন রাশি রয়েছে, যাঁদের ওপর বিষ্ণু সব সময়ই আশীর্বাদ দিয়ে থাকেন। এঁরা বিষ্ণুর খুবই প্রিয় রাশি। আসুন জেনে নিই।
বৃষ রাশি
এই রাশির অধিপতি স্বামী শুক্র গ্রহ। যেটি মা লক্ষ্মীর কারক গ্রহ। তাই এই রাশির জাতকদের ওপর সর্বদাই বিষ্ণুর কৃপা থাকে আর এঁরা জীবনে সব ধরনের সুখ প্রাপ্তি করে। তবে মহিলাদের সম্মান অবশ্য়ই করা উচিত।
কর্কট রাশি
কর্কট রাশি ভগবান বিষ্ণুর প্রিয় এই কারণে এই রাশি চন্দ্রের। হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর রাশিও কর্কট রাশি। এইজন্য এই রাশির জাতকদের সফলতা পেতে খুব একটা সংঘর্ষ করতে হয় না। ভগবান বিষ্ণুর কৃপায় এই রাশির জাতকেরা সমাজে মান-সম্মান ও শিক্ষা ক্ষেত্রে সফলতা পেয়ে থাকেন।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বিষ্ণুকে সূর্য নারায়ণ হিসেবে সূর্যের প্রধান দেবতা হিসেবে বিবেচনা করা হয়। সূর্য হলেন পরমেশ্বর বিষ্ণু, যাকে উপনিষদে আদিত্য পুরুষ বলা হয়েছে, যার অর্থ সূর্যের মধ্যে যিনি থাকেন। সূর্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায়, সিংহ রাশি ভগবান বিষ্ণুর প্রিয় রাশিচক্রের মধ্যে একটি। ভগবান বিষ্ণুর আশীর্বাদে, সিংহ রাশির জাতকরা তাদের কাজে সাফল্য পান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চ পদ অর্জন করেন।
তুলা রাশি
এই রাশির শাসক গ্রহ হল শুক্র। তাই বিষ্ণু এই রাশির জাতকদের অধিক পছন্দ করে থাকেন। এরা খুবই ভাল চরিত্রের মানুষ হন। যেটা চান সেটা করেই দম ফেলেন। বিষ্ণুর কৃপায় এদের জীবনে সুখ ও সম্মান আসে। আর্থিক অবস্থা এদের ভাল থাকে।