Advertisement

Shani Vakri: বিপরীতে হাঁটবেন শনিদেব, নভেম্বরে ফকির থেকে রাজা ৩ রাশি

Shani Vakri: বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে ৷ পরিশ্রমের প্রতি ফলেই কয়েকটি গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহের পাশাপাশি শনিদেব প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, যার ফলে জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে।

শনি বক্রীশনি বক্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 6:49 PM IST
  • বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে ৷

বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে ৷ পরিশ্রমের প্রতি ফলেই কয়েকটি গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহের পাশাপাশি শনিদেব প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন, যার ফলে জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা, শনির কৃপা থাকলে সমাজে মান সম্মান বৃদ্ধি পায়, একই সঙ্গে পদ প্রতিষ্ঠা, টাকা পয়সা, শনি সব থেকে শক্তিশালী ধীর গতি সম্পন্ন। বর্তমানে শনিদেব মীনে অবস্থিত, গত ১৩ জুলাই শনিদেব বক্রী হয়েছেন মীন ১৩৭ দিন শনিদেব এই অবস্থায় থাকবেন। আগামী ২৮ নভেম্বর ২০২৫, সকাল ০৯.২০-এ মীনে বক্রী হবেন ৷ এরফলে কয়েকটি রাশির জন্য ভাল সময় আসতে চলেছে বিপরীত রাজযোগ অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে। এর ফলে কিছু রাশির জীবনে শুভ প্রভাব ফেলবে।

সিংহ রাশি
শনি আপনার রাশির অষ্টম ঘরে মার্গী হয়ে বিপরীত রাজযোগ তৈরি করবে। সিংহ রাশির জাতকদের এই যোগের ফলে অনেক ক্ষেত্রে লাভ হবে। বিপরীত রাজযোগ তৈরি হওয়ায় সিংহ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে চলা সংগ্রাম বা সমস্যা থেকে মুক্তি পাবেন। শনির দৃষ্টি কর্ম স্থানে থাকবে, যার ফলে চাকরি ও ব্যবসায় অসাধারণ লাভ হবে।

মিথুন রাশি
শনির মার্গী হওয়া মিথুন রাশির জাতকদের জন্যও প্রভাবশালী প্রমাণিত হবে। এই সময়ে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। কর্মজীবনে ভালো সম্ভাবনা তৈরি হবে। চাকরিজীবীদের জন্য সময় শুভ ফল প্রদানকারী প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়া যেতে পারে।

তুলা রাশি
শনি আপনার ষষ্ঠ ঘরে মার্গী হয়ে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। এই ঘরটি কঠোর পরিশ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত। এমতাবস্থায়, তুলা রাশির জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। আপনারা আপনাদের পরিশ্রম ও প্রদর্শনের দ্বারা উচ্চ পদ লাভ করতে পারবেন।

Advertisement

বৃশ্চিক রাশি
শনি সোজা পথে চললে বৃশ্চিক রাশির জাতকদেরও শুভ ফল দেবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে। ধন সম্পদ শক্তিশালী হতে পারে এবং কর্মক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা ও মান-সম্মান বৃদ্ধি পাবে।

Read more!
Advertisement
Advertisement