হিন্দু ধর্মে হনুমান জন্মোৎসবের দিন খুবই মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। শনিবার, ১২ এপ্রিল গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে হনুমান জয়ন্তী। আর এই উৎসব আরও বিশেষ কারণ মীন রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি হতে চলেছে। মীন রাশিতে বুধ, শুক্র, শনি, রাহু ও সূর্য বিরাজ করছে। যার ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। আর এইদিন ৪ রাশি সবদিক দিয়ে উন্নতি করবেন। আসুন জেনে নিন সেই লাকি রাশি কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের পঞ্চগ্রহী যোগ বেশ লাভদায়ক প্রমাণিত হয়। এই যোগ আপনার আয়কে জবরদস্ত বাড়িয়ে দেবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। চাকুরিজীবিদের প্রমোশন অথবা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। মান-সম্মান বাড়বে। আপনি উৎসাহিত ও আনন্দে থাকবেনয
মিথুন রাশি
পঞ্চগ্রহী যোগ মিথুন রাশির জাতকদের জীবনে ভাল দিনের সূচনা করবে। আপনি চাকরি ও ব্যবসায় বড় সফলতা পাবেন। অফিসের বস ও সিনিয়ররা আপনাকে সহাযোগিতা করবেন। কোনও বড় ইচ্ছে পূরণ হবে। বেকাররা এই সময়ের মধ্যে চাকরি পাবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য পঞ্চগ্রহী যোগ কেরিয়ারে ভাল খবর নিয়ে আসবে। আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। আটকে থাকা কাজ আবার হতে শুরু করবে। বিদেশ সফরে যেতে পারেন। আর্থিক সমস্যা দূর হবে।
কুম্ভ রাশি
হনুমান জয়ন্তীতে তৈরি হওয়া এই বিশেষ যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য নতুন ক্ষমতা ও উৎসাহতে ভরিয়ে দেবে। আপনি কেরিয়ারের নতুন উচ্চতায় পৌঁছাবেন। নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে। ব্যবসায় উন্নতি হবে। লাভ বাড়বে।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)