Advertisement

April Lucky Zodiac 2025: এপ্রিল মাসে ভাগ্য খুলছে ৪ রাশির, সূর্য ও গ্রহ-গোচরে মিলবে সাফল্য, অর্থ ও সম্মান যোগ

এপ্রিল মাসের শুরুতেই বিশেষ গ্রহ-পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। সূর্য এই মাসে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। একই সঙ্গে শনি ও মঙ্গল গ্রহ ১২০ ডিগ্রিতে অবস্থান করছে, যার ফলে গঠিত হচ্ছে নবপঞ্চম রাজযোগ। এই সময় কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকারা পাবেন বিশাল সুবিধা।

এপ্রিলের সবচেয়ে লাকি রাশি কারা?এপ্রিলের সবচেয়ে লাকি রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 5:49 PM IST

April Lucky Zodiac 2025: এপ্রিল মাসের শুরুতেই বিশেষ গ্রহ-পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। সূর্য এই মাসে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। একই সঙ্গে শনি ও মঙ্গল গ্রহ ১২০ ডিগ্রিতে অবস্থান করছে, যার ফলে গঠিত হচ্ছে নবপঞ্চম রাজযোগ। এই সময় কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকারা পাবেন বিশাল সুবিধা।

চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেমজীবন ও বিনিয়োগ—সব ক্ষেত্রেই এদের ভাগ্যে আসবে বড়ো ইতিবাচক পরিবর্তন। দেখে নেওয়া যাক সেই লাকি রাশি কারা...

মেষ রাশি

এই মাস আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। পুরনো আটকে থাকা কাজগুলি এবার সম্পূর্ণ হবে। আদালতের মামলায় স্বস্তি মিলবে। মাসের দ্বিতীয় সপ্তাহে বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষীর সাহায্যে কাজ ও কেরিয়ারে অগ্রগতি হবে।

কাউকে ভালো লাগা থেকে প্রেমে রূপ নিতে পারে সম্পর্ক। ব্যবসায়ীরা ভালো চুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা হবে। ধর্মীয় ও সামাজিক কাজে মন বসবে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। বিনিয়োগে কাঙ্খিত লাভের সম্ভাবনা।

সিংহ রাশি

এপ্রিল মাসটা হবে আনন্দে ভরা। সব ক্ষেত্রে শুভ সংবাদ আসবে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। কোনও পুজো, অনুষ্ঠান বা পার্টির আয়োজন করতে পারেন। বাজারের গতি থেকে আর্থিক লাভ হবে। পুরনো মতবিরোধ মিটে যাবে। রোজগারের তুলনায় বেশি লাভ হওয়ার সম্ভাবনা। সমাজে সম্মান ও মর্যাদা বাড়বে।

কন্যা রাশি

চাকরি ও ব্যবসায় আপনার জনপ্রিয়তা ও আত্মবিশ্বাস বাড়বে। মন ভালো থাকবে, চিন্তা কমবে। অর্থকষ্টে ভোগা মানুষ স্বস্তি পাবেন। ব্যবসায়িক সফর সফল ও লাভজনক হবে। মাসের দ্বিতীয়ার্ধ কেরিয়ারের দিক থেকে অত্যন্ত শুভ। পড়ুয়াদের মনঃসংযোগ বাড়বে, সাফল্য আসবে। অবিবাহিতদের জন্য শুভ সময়।

মকর রাশি

মাসের শুরুতেই ভালো খবর আসবে কেরিয়ার বা ব্যবসার দিক থেকে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। জীবনে আসবে নানা ইতিবাচক পরিবর্তন। পরপর ভালো খবর মিলতে পারে। আয়ের সুযোগ তৈরি হবে। মাসের মাঝামাঝি নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। ভবিষ্যতের জন্য ভালো কাজের সুযোগ আসবে। মাসের শেষভাগে সাফল্য, অর্থ ও সম্পত্তির দিক থেকে সময় থাকবে অত্যন্ত শুভ।

Advertisement

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement