Advertisement

Ashadh Amavasya 2024: জীবন আলোকিত করবে আষাঢ় অমাবস্যা, জুলাইতে ভাগ্য তুঙ্গে ৩ রাশির

Ashadh Amavasya 2024: সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে খুবই বিশেষ বলে মনে করা হয় থাকে। জুলাই মাসে আষাঢ় অমাবস্যা পড়েছে ৫ জুলাই, শুক্রবার। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিকে আষাঢ় অমাবস্যা বলা হয়ে থাকে। আষাঢ় অমাবস্যার দিন স্নান-দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও ভগবান শিবের উপাসনা করা হয়ে থাকে।

জুলাই রাশিফলজুলাই রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2024,
  • अपडेटेड 8:11 PM IST
  • সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে খুবই বিশেষ বলে মনে করা হয় থাকে।

সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে খুবই বিশেষ বলে মনে করা হয় থাকে। জুলাই মাসে আষাঢ় অমাবস্যা পড়েছে ৫ জুলাই, শুক্রবার। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিকে আষাঢ় অমাবস্যা বলা হয়ে থাকে। আষাঢ় অমাবস্যার দিন স্নান-দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও ভগবান শিবের উপাসনা করা হয়ে থাকে। এই মাসের আষাঢ় অমাবস্যাকে খুবই বিশেষ বলে মনে করা হয়। কারণ এইদিন সর্বার্থ সিদ্ধি যোগের নির্মাণ হবে। এই অমাবস্যা কোন রাশিদের জন্য শুভ সময় নিয়ে আসবে জেনে নিন। 

মেষ রাশি
আষাঢ় অমাবস্যা মেষ রাশির জাতকদের জন্য ভাল পরিণাম নিয়ে আসবে। কেরিয়ারের গ্রাফ ওপরের দিকে উঠবে। আয় করার আরও রাস্তা খুলবে। ধনলাভ হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। পরিবারে সুখের আবহাওয়া থাকবে। 

বৃষ রাশি
আষাঢ় অমাবস্যা বৃষ রাশির জীবনে খুশি নিয়ে আসবে। ব্যবসায় ভাল ফল হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বৃষ রাশির ভাল সময় শুরু হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। 

কুম্ভ রাশি
আষাঢ় অমাবস্যা কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই শুভ পরিণাম নিয়ে আসবে। ব্যবসায় মোটা লাভ হবে। চাকরিতে প্রমোশন হবে। কোনও নতুন কাজও শুরু করতে পারেন। 

উপায়
আষাঢ় অমাবস্যায় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এর সঙ্গে পিতৃপুরুষদের সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে অর্পণ করুন। 

Read more!
Advertisement
Advertisement