মঙ্গলবার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গোচর করবে চাঁদ। সূর্য এই মুহূর্তে রয়েছে কন্যা রাশিতে। পঞ্জিকা অনুসারে, মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিট পর্যন্ত আশ্বিন শুক্লা পূর্ণিমা তিথি। তারপরই শুরু হবে আশ্বিন কৃষ্ণা প্রতিপদ তিথি। থাকবে ধ্রুব ও ব্যাঘাত যোগের প্রভাব। এছাড়াও এদিন থাকবে রেবতী ও অশ্বিনী নক্ষত্রের প্রভাব। আবার হনুমানজির কৃপাতেও মঙ্গলবার অর্থাৎ বজরংবলীর বারে সৌভাগ্য আসতে চলেছে একাধিক রাশির জীবনে। কারা রয়েছেন সেই তালিকায়?
মেষ রাশি
শরীর-স্বাস্থ্য বেশ ভালো থাকবে মেষ রাশির জাতকদের। উপার্জন ভাল হবে। বিনিয়োগ করলে আজ সুফল পাবেন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। ভাই-বোনের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। তাদের কাছ থেকে উপকার পেতে পারেন।
বৃষ রাশি
ব্যবসায়ীদের উপার্জন ভাল হবে। শত্রুরা বশ্যতা স্বীকার করে নেবে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
এদের অবস্থা আগের চেয়ে ভাল হবে। উচ্চপদস্থ ব্যক্তি নিজে এসে উপকার করতে পারেন। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের উপার্জন ভাল হবে। প্রভাবশালী কারও সাহায্য পেতে পারেন ব্যবসায় বিনিয়োগে।
মীন রাশি
বিদেশ যাত্রা হতে পারে মিথুন রাশির জাতকদের। অর্থ উপার্জনও ভালই হবে।
ধনু রাশি
শিক্ষায় মনোযোগ রাখলে পরীক্ষার ফল ভাল হবে। ভাল বন্ধুর সাহচর্য পেতে পারেন।
বৃশ্চিক রাশি
নতুন চাকরি পাওয়ার সুখবর পেতে চলেছেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমের সম্পর্কের উন্নতি হবে। সন্তানের লেখাপড়ায় সুনাম বাড়বে।