
বুদ্ধি, বাণী ও তর্কের কারক গ্রহ বুধ ১৭ জানুয়ারি সকাল ১০টা ৩২ মিনিটে রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করে যাবে। এই গোচর ৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৫১ মিনিট পর্যন্ত প্রভাব ফেলবে। যার পরে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষে বুধকে মিথুন ও কন্যা রাশির অধিপতি বলে মনে করা হয়। এই গ্রহ বাণী, বুদ্ধি, গণনা, ব্যবসা, টেকনিক, শিক্ষা ও বিশ্লেষণ ক্ষমতার প্রতিনিধিত্ব করে। মকর রাশিতে বুধের গোচর ব্যবহারিক ভাবনা চিন্তা, অনুশাসন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করবেষ এই গোচর কিছু রাশির জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে।
বৃষ রাশি
বুধের গোচর আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে এসেছে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। উচ্চ শিক্ষা, সফর ও ধার্মিক কাজে সফলতা পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। জীবনে ইতিবাচক দৃষ্টিকোণ বিকশিত হবে।
মিথুন রাশি
এই গোচর এই রাশির জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেবে। গভীর বিষয় ও অধ্যায়নের প্রতি রুচি বাড়বে। হঠাৎ করে অর্থ লাভের যোগ তৈরি হবে। পরিশ্রম বেশি করতে হবে, যার পরিণাম দীর্ঘকালীন হবে।
কন্যা রাশি
বুধের গোচরে আপনার এই সময়কাল অনুকূল থাকবে। প্রতিযোগী পড়ুয়ারা পরীক্ষায় সফল হবেন। শত্রুদের ওপর বিজয় লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে ধৈর্য ও রণনীতি দিয়ে কাজ করলে ভাল পরিণাম পাবেন।
তুলা রাশি
বুধের গোচরে আপনি লাভবান হতে চলেছেন। বাড়ি, জমি বা গাড়ির সঙ্গে যুক্ত মামলায় সফলতা পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি বিরাজ হবে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি
বুধের মকরে গোচর এই রাশির আর্থিক দিককে মজবুত করবে। সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। ভাই-বোনেদের সম্পর্ক আরও ভাল হবে। সংবাদমাধ্যম, যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে এই সময়।
মকর রাশি
বুধের গোচর এই রাশির জীবন বদলে দেবে। বিদেশের সঙ্গে যুক্ত কাজে সফলতা পাবেন। আধ্যাত্মিক রুচি বাড়বে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক ভারসাম্য বজায় থাকবে এই সময়।