Advertisement

Rahu Budh Yuti 2026: ১৮ বছর পরে রাহু-বুধ উজাড় করে দেবে টাকা, ফেব্রুয়ারিতে বাজিমাত ৩ রাশির

জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে, এরফলে জাতক-জাতিকাদের বেশ ভাল ও কোনও কোনও গ্রাহকদের জীবনে কিছুটা মন্দ সময় আসতে চলেছে। প্রায় ১৮ বছর পরে রাহু ও বুধের মহামিলনের ফলে বিরাট বড় সংযোগ তৈরি হতে চলেছে কুম্ভতে।

রাহু বুধের যুতিরাহু বুধের যুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 7:50 PM IST
  • প্রায় ১৮ বছর পরে রাহু ও বুধের মহামিলনের ফলে বিরাট বড় সংযোগ তৈরি হতে চলেছে কুম্ভতে।

জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে, এরফলে জাতক-জাতিকাদের বেশ ভাল ও কোনও কোনও গ্রাহকদের জীবনে কিছুটা মন্দ সময় আসতে চলেছে। প্রায় ১৮ বছর পরে রাহু ও বুধের মহামিলনের ফলে বিরাট বড় সংযোগ তৈরি হতে চলেছে কুম্ভতে। এরফলেই জাতক-জাতিকাদের জীবনে বিরাট মুহূর্ত আসতে চলেছে। এই প্রভাব মানব জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। ফেব্রুয়ারিতে বুধ ভ্রমণ করতে চলেছেন কুম্ভতে। রাহু ও বুধ প্রায় দেড় দশক অর্থাৎ ১৮ বছর পরে রাজযোগের নির্মাণ করতে চলেছেন কুম্ভতে, কেননা রাহু এই মুহূর্তে কুম্ভের লগ্নে বসবাস করছেন। এরফলেই জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। ব্যাপক টাকা রোজগারের সঙ্গে ঘরে বাইরে সমান তালে উন্নতি হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল পরিস্থিতি আসতে চলেছে, সব মিলিয়ে জাতক-জাতিকাদের জন্য ভাল সময় আসবে ৷ প্রচুর টাকার সম্পত্তি হাতে পাবেন। আগের বিনিয়োগ থেকে বিশেষ কোনও লাভ হতে পারে ৷ এই সময়ে ব্যবসা, বাণিজ্যে বড়সড় কোনও ডিল হতে পারে। শেয়ার বাজার ও ষাট্টা থেকে চোখে পড়ার মত রোজগার করবেন জাতক-জাতিকারা। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহু ও বুধের মিলন অত্যন্ত সুন্দর মুহূর্ত তৈরি করতে চলেছে ৷ রাহু ও বুধের য়ুতির ফলে এবার মেগা ধামাকা আসতে চলেছে। এই সময়ে অপ্রত্যাশিত টাকা হাতে পাবেন, দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার হাতে পাবেন ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা। ব্যবসা বাণিজ্যে মুনাফা পেতে পারেন ৷ আর্থিক পরিস্থিতি অর্থাৎ খরচের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও করতে পারবেন জাতক-জাতিকারা। জীবনের সমস্ত সুখ পাবেন এবার হাতের মুঠোয়।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর মুহূর্ত আসতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাস্তা দেখাবে ৷ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখাবে জীবন ৷ এবার আগের থেকে আরও সুন্দর হবে সমস্ত কিছুই। আর্থিক পরিস্থিতি আগের থেকে শুধরে যাবে ৷ এবার পুরনো ও আটকে থাকা টাকা এবার হাতে পাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবার আরও ভাল সময় আসতে চলেছে। সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে এবার, অংশীদারিত্ব কাজে এবার আগের থেকে আরও সাফল্য পাবেন। মোটা টাকা হাতে আসবে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement