জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৩ রাশির জাতকরা খুব ভাগ্যবান হন। জীবনে যা ছোঁবেন, তাতেই সাফল্য পাবেন। সোনার মতো এঁদের ভাগ্য চমকায়। জেনে নিন বিশদে...
সিংহ রাশি (Leo):
সিংহ রাশির জাতকরা ভাগ্যবান হন। এঁদের ব্যক্তিত্ব সকলের দৃষ্টি আকর্ষণ করে। সব কাজে এঁরা সাফল্য লাভ করেন। নেতৃত্ব দান করেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্য আসে।
বৃষ রাশি (Taurus):
বৃষ রাশির জাতকদের ভাগ্য সোনার মতো চমকায়। কর্মক্ষেত্রে এই রাশির জাতকরা উন্নতি করেন। সব বাধা দূরে সরিয়ে লক্ষ্যপূরণ করেন এঁরা।
কর্কট রাশি (Cancer):
অন্যতম লাকি রাশি হল কর্কট। এই রাশির জাতকরা কেরিয়ারে দারুণ সাফল্য লাভ করেন। বুদ্ধির জোরে এঁরা সব কাজে উন্নতি করেন। সকলের সঙ্গে এঁদের ভাল সম্পর্ক থাকে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা।