Advertisement

Maa Kali Favorite Zodiac: মা কালীর কৃপা থাকে এই ৪ রাশির ওপর, চাকরি-ব্যবসায় সবেতেই সফল হন এঁরা

Maa Kali Favorite Zodiac: কালীপুজো আসতে আর মাত্র দুদিন বাকি। আর এইদিনে শক্তিরূপিনী দেবী মা কালীর আরাধনা করা হয় ঘরে ঘরে। জীবনের সমস্ত কঠিন পথে তিনিই রক্ষা করেন। কালী মায়ের পুজো করলে জীবনে সব ধরনের বিপদকে এড়িয়ে চলতে পারবেন।

কালী মায়ের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 3:27 PM IST
  • কালীপুজো আসতে আর মাত্র দুদিন বাকি।

কালীপুজো আসতে আর মাত্র দুদিন বাকি। আর এইদিনে শক্তিরূপিনী দেবী মা কালীর আরাধনা করা হয় ঘরে ঘরে। জীবনের সমস্ত কঠিন পথে তিনিই রক্ষা করেন। কালী মায়ের পুজো করলে জীবনে সব ধরনের বিপদকে এড়িয়ে চলতে পারবেন। মা কালীর নিত্য পুজোয় ভক্তদের সব ধরনের দুঃখ-কষ্ট দূর হয়। তবে সব থেকে বড় বিষয় হল এই চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনের ঢাল হযে থাকেন মা কালী ৷ প্রতিটি পদক্ষেপেই তিনি রক্ষা করেন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা সাহসী ও দৃঢ়চেতা হন। তাদের মধ্যে দেবী কালীর মতোই কিছু গুণাবলী থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রকৃত নেতৃত্ব প্রদানের ক্ষমতা আছে। মেষ রাশির মধ্যে অন্যদের অনুপ্রাণিত করারও ক্ষমতা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী এবং তাঁদের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। দেবী কালী তাঁর সাহস, শক্তি ও দৃঢ়তা বৃদ্ধি করেন। 

সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকারা কার্যত, রাজার হালে থাকেন। সেইসঙ্গে, ভীষণ প্রকারের ধৈর্য্যও দেখা যায় তাদের মধ্যে। মানুষের বিপদে বরাবর এগিয়ে আসেন সিংহ রাশির জাতক-জাতিকারা। আত্মবিশ্বাসের সঙ্গেই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে থাকেন তারা। সিংহ রাশির জাতক জাতিকা ধৈর্য্যশীল হন। মানুষের বিপদ আপদের সময়েও শান্ত থাকতে পারেন।দেবী কালী তাঁর আত্মবিশ্বাস, শক্তি ও নেতৃত্বের গুণ বৃদ্ধি করেন। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রহস্যময় ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তাঁদের দৃঢ় সংকল্প থাকে এবং তাঁরা তাঁদের লক্ষ্য অর্জনে অটল থাকেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাহসী এবং বিপদেও ভয় পান না। দেবী কালী বৃশ্চিক রাশির রহস্যময় শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি ও সাহস বৃদ্ধি করেন। 

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা আশাবাদী ও জ্ঞানপিপাসু। ধনু রাশির জাতক জাতিকারা উদার মনোভাবাপন্ন হন। তাঁরা সকলের প্রতি সহানুভূতিশীল হন। ধনু রাশির জাতক জাতিকারা সাহসী এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন। দেবী কালী তাঁদের জ্ঞান, আশা ও সাহস বৃদ্ধি করেন। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement