হিন্দু ধর্মে অজা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বছর অজা একাদশী ব্রত ১৯ অগাস্টে পালন করা হবে। এই দিনটিকে ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। বলা হয় যে, ভাদ্রপদ কৃষ্ণ পক্ষের প্রথম একাদশীতে ব্রত-উপোস করলে ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়। এই বছরের অজা একাদশী কিছু রাশির ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। আসুন জেনে নিন মঙ্গলবার থেকে কাদের ভাগ্যের দরজা খুলবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অজা একাদশী অত্যন্ত শক্তিশালী মুহূর্ত নিয়ে আসতে চলেছে। চাকরিতে পদোন্নতি হতে পারে ৷ ভাল বেতন বৃদ্ধিরও সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের জন্য থাকছে বাড়তি সুযোগ নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক-জাতিকারা। সুযোগ সুবিধা পাবেন ব্যাপক রূপেই। রাজনীতির সঙ্গে সংক্রান্ত নানান সুবিধা থাকবে জাতক-জাতিকাদের জন্য ৷ দাম্পত্যে বাড়বে সুখ ৷ প্রেমের মিষ্টতা জীবনকে মুগ্ধ করবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সহায় থাকবেন ভগবান বিষ্ণু। যাঁরা দীর্ঘ সময় ধরে যে রোজগার করার কথা ভাবছিলেন সেই বৃত্ত এবার সম্পন্ন হল। আটকে থাকা টাকা পয়সা এবার ফিরে পাবেন ৷ কর্মক্ষেত্রে প্রয়াস বৃদ্ধি পাবে, বাধা-বিপত্তি এক্কেবারে চূর্ণ বিচূর্ণ হবে, সঙ্গী হবে সুখ শান্তি, পারবেন জাতক-জাতিকারা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সময় আরও সুন্দর হবে, আইন আদালত সংক্রান্ত মামলা থেকে এবার নিষ্পত্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে এবার আরও ভাল করে বোঝাপড়া হবে, কোনও বিশেষ উপহার পেতে পারেন জাতক-জাতিকারা।