হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বেশ গুরুত্ব রয়েছে। এই বছর অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিল উদযাপন করা হবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, অক্ষয় তৃতীয়ায় ৮২ বছর পর অদ্ভুত সংযোগ তৈরি হতে চলেছে। আর এই সংযোগের ফলে ৫ রাশির জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে। আসুন জেনে নিন অক্ষয় তৃতীয়ায় লাকি রাশি কারা। আসলে অক্ষয় তৃতীয়াতে সর্বার্থসিদ্ধি যোগ, শোভন যোগ ও রবি যোগের শুভ সংযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই অদ্ভুত সংযোগ ৫ রাশির জীবনে জবরদস্ত লাভ হতে চলেছে।
বৃষ রাশি
আর্থিক ও পারিবারিক বিষয়ে বিশেষ লাভ পাবেন। চাকরি ও ব্যবসায় সফলতা আসবে। বিনিয়োগের জন্য এই সময়টা খুবই ভাল। চাকুরিজীবিদের জন্য ভাল খবর আসবে। দাম্পত্য জীবন মধুর হবে। অফিসে কাজের প্রশংসা পাবেন।
কর্কট রাশি
নতুন চাকরির জন্য খোঁজ সফল হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। সেনা-রূপোর কেনাকাটি ভাল ফল দেবে। যাত্রা যোগ থেকে আর্থিক লাভের সঙ্কেত রয়েছে। শরীর সুস্থ থাকবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে।
তুলা রাশি
হঠাৎ করে আয়ের কোনও নতুন রাস্তা খুলে যাবে। গাড়ি কেনার শুভ যোগ রয়েছে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। ব্যবসায় হঠাৎ করে অর্থলাভ হবে। সঙ্গীর সঙ্গে মতভেদ মিটবে। কোথাও ঘুরতে যেতে পারেন।
মকর রাশি
নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য এই সময়কাল উত্তম। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হবে। খরচে রাশ টানতে পারবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। দাম্পত্য জীবন ভাল থাকবে।
কুম্ভ রাশি
বাড়ির কোনও সদস্যের থেকে আর্থিক সহায়তা পাবেন। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দৈনিক আয় বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)