Advertisement

Buddha Purnima Rashi: বুদ্ধ পূর্ণিমা থেকেই ঘুরে দাঁডাবে ৫ রাশি, সূর্যের কৃপায় ভাগ্য চমকাবে এঁদের

Buddha Purnima Rashi: হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর বুদ্ধ পূর্ণিমা ১২ মে উদযাপন করা হবে। ধার্মিক পরম্পরা অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের হওয়া পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। এই বছরের বুদ্ধ পূর্ণিমা খুবই বিশেষ হতে চলেছে।

বুদ্ধ পূর্ণিমায় সূর্যের নক্ষত্র বদলবুদ্ধ পূর্ণিমায় সূর্যের নক্ষত্র বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 May 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর বুদ্ধ পূর্ণিমা ১২ মে উদযাপন করা হবে।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর বুদ্ধ পূর্ণিমা ১২ মে উদযাপন করা হবে। ধার্মিক পরম্পরা অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের হওয়া পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। এই বছরের বুদ্ধ পূর্ণিমা খুবই বিশেষ হতে চলেছে। কারণ এর ঠিক একদিন আগেই সূর্যের নক্ষত্র পরিবর্তন হবে। সূর্য ১১ মে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। যার প্রভাব সব রাশিদের ওপরই পড়তে দেখা যাবে। তবে কিছু রাশি এমন রয়েছে, যাদের সূর্যের নক্ষত্র পরিবর্তন ভাল সময় নিয়ে আসবে। 

মেষ রাশি
বুদ্ধ পূর্ণিমায় মেষ রাশির জীবনে আসবে শুধুই সুখ। সফলতার নতুন রাস্তা খুলে যাবে। মা লক্ষ্মীর কৃপায় চাকরিতে ভাল ইনক্রিমেন্ট হবে। আর্থিক পরিস্থিতি ভাল হয়ে যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। অফিসে কাজের প্রশংসা পাবেন। 

মিথুন রাশি
বুদ্ধ পূর্ণিমায় মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতি হবে। কোনও নতুন কাজ শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তাদের থেকে প্রশংসা পাবেন। পরিবারের সঙ্গ পাবেন। ভাগ্য আপনার সঙ্গ দেবে। দাম্পত্য জীবন আরও ভাল হবে। 

কর্কট রাশি
বুদ্ধ পূর্ণিমা থেকে কর্কট রাশির ভাগ্য আরও ভাল হবে। ব্যবসায় দারুণ ভাল লাভ হবে। আর্থিক লাভের জন্য অনেক নতুন সুযোগ আসবে। চাকরিজীবীদের নতুন উপলব্ধি অর্জন হবে। সুখের জোয়ারে ভাসবেন এ রাশির জাতকেরা। 

ধনু রাশি
বুদ্ধ পূর্ণিমা থেকে ধনু রাশির জাতকদের টাকার অভাব ঘুচবে। ধনু রাশির সব কাজ সফলতা সঙ্গে শেষ হবে। ব্যবসায় অংশীদারিত্ব থেকে লাভ হবে। সমাজে মান-সম্মান প্রাপ্ত হবে। কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বে থাকবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। 

কুম্ভ রাশি
বুদ্ধ পূর্ণিমা থেকে কুম্ভ রাশির জাতকদের সুসময় আসবে। আর্থিক সমস্যা দূরে থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায় লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement