Advertisement

Budh Asta 2025: অস্ত যাবে বুদ্ধিদাতা বুধ, মে মাসেই ৩ রাশির আর্থিক অবস্থা তুঙ্গে

Budh Asta 2025: বৈদিক জ্যোতিষে বুধকে গ্রহদের যুবরাজ বলে মানা হয়ে থাকে। ইনি বুদ্ধি, সংবাদ, তর্ক, শিক্ষা, ব্যবসা ও মান-সম্মানের কারক বলে মনে করা হয়। বুধ সময় সময় নিজের রাশি বদলায়, যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এই সময় বুধ মীন রাশিতে রয়েছে, তবে খুব শীঘ্রই বুধ মে মাসে মেষ রাশিতে প্রবেশ করবে।

বুধ অস্তেই সুসময় তিন রাশিরবুধ অস্তেই সুসময় তিন রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 5:53 PM IST
  • বৈদিক জ্যোতিষে বুধকে গ্রহদের যুবরাজ বলে মানা হয়ে থাকে।

বৈদিক জ্যোতিষে বুধকে গ্রহদের যুবরাজ বলে মানা হয়ে থাকে। ইনি বুদ্ধি, সংবাদ, তর্ক, শিক্ষা, ব্যবসা ও মান-সম্মানের কারক বলে মনে করা হয়। বুধ সময় সময় নিজের রাশি বদলায়, যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এই সময় বুধ মীন রাশিতে রয়েছে, তবে খুব শীঘ্রই বুধ মে মাসে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৭ মে-এর সকাল ৪টে ৪৫ মিনিটে বুধ মেষ রাশিতে অস্ত যাবে আর প্রায় ২৩দিন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবেন। বুধের অস্তের প্রভাব সব রাশির ওপর পড়তে দেখা যাবে। আসুন দেখে নিই বুধ অস্তে কোন কোন রাশি লাভবান হবে। 

তুলা রাশি
বুধের অস্তে তুলা রাশির জাতকেরা মিশ্র ফল পাবেন। এই সময় আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। সাবধান হয়ে যান। বিনিয়োগের যোজনা তৈরি হচ্ছে। তাই বুঝেশুনে পা বাড়ান। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নজরে আসবে এবং প্রশংসাও পেতে পারেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে খুবই ইতিবাচক হতে চলেছে। আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে।। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গিয়েছে। বিদেশে ব্যবসা ও বিদেশে যাওয়ার যোগ রয়েছে। সব মিলিয়ে আর্থিক পরিস্থিতি ভালই থাকবে। চাকুরিজীবিদের জন্য বড় সফলতা অপেক্ষা করছে। ব্যবসা থেকে আর্থিক লাভ পাবেন। 

কন্যা রাশি
বুধের অস্ত কন্যা রাশির জন্য সুসময় নিয়ে আসবে। আপনি হঠাৎ করে কোনও জায়গা থেকে  লাভ পেতে পারেন। পরিশ্রম করা কাজে সফলতা ও উন্নতির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পাবেন। উপার্জনের নতুন রাস্তা খুলবে। তবে বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে আর্থিক লেনদেন বুঝেশুনে করবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement