Advertisement

Budh Gochar 2025: রাহু-মুক্ত বুধ, বুদ্ধির জোরেই সাফল্য পাবেন ৪ রাশি

Budh Gochar 2025: মে মাসের শুরুতেই বুধ গোচর করতে যাচ্ছে। বুধ ৭ মে ভোররাত ৩টে ৫৩ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় বুধ মীন রাশিতে রয়েছে আর মীন রাহুর রাশি, যার কারণে বুধের ওপর রাহুর প্রভাবও পড়বে।

বুধের গোচরে ৪ রাশির সুসময়বুধের গোচরে ৪ রাশির সুসময়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • মে মাসের শুরুতেই বুধ গোচর করতে যাচ্ছে।

মে মাসের শুরুতেই বুধ গোচর করতে যাচ্ছে। বুধ ৭ মে ভোররাত ৩টে ৫৩ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় বুধ মীন রাশিতে রয়েছে আর মীন রাহুর রাশি, যার কারণে বুধের ওপর রাহুর প্রভাবও পড়বে। জ্যোতিষ শাস্ত্রে বুধ সব গ্রহের রাজকুমার। বুধকে সঞ্চার, ব্যবসা ও বিশ্লেষণের কারক বলে মনে করা হয়ে থাকে। মে মাসে হওয়া বুধের গোচর কোন কোন রাশিদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে দেখে নিই। 

বৃষ রাশি
বুধ বৃষ রাশির দ্বাদশ ঘরে গোচর করবে। বিদেশ যাওয়ার সৌভাগ্য পেতে পারেন। খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। বিনিয়োগের জন্য এই সময় বেশ ভাল বলে মনে করা হয়। 

কর্কট রাশি
বুধ কর্কট রাশির দশম ঘরে এন্ট্রি নিতে চলেছে। এই সময় কর্কট রাশির জন্য শুভ প্রমাণিত হবে। আপনার কাজের রণনীতি বাড়বে। কেরিয়ারে প্রগতি ও সফলতা পাবেন। 

সিংহ রাশি
বুধ সিংহ রাশির নবম ঘরে গোচর করবে। আর্থিক পরিস্থিতি খুবই ভাল থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। সব ইচ্ছে পূরণ হতে চলেছে। 

কুম্ভ রাশি
বুধ কুম্ভ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে সহকর্মী আপনার পরিশ্রমের প্রশংসা করবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement