Advertisement

March Lucky Zodiac: বুধের উল্টো চালে কিস্তিমাৎ, দোলের পর ৩ রাশির আকাশ ছোঁয়া সাফল্য

March Lucky Zodiac: জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর দোলের উৎসব পালন করা হবে ১৪ মার্চ। আর তার পরের দিনই অর্থাৎ ১৫ মার্চ ব্যবসা ও বুদ্ধির দাতা বুধ গ্রহ বক্রী হতে চলেছে। অর্থাৎ বুধ উল্টো চালে ভ্রমণ করবে।

বুধের বক্রীবুধের বক্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 5:41 PM IST
  • জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর দোলের উৎসব পালন করা হবে ১৪ মার্চ।

জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর দোলের উৎসব পালন করা হবে ১৪ মার্চ। আর তার পরের দিনই অর্থাৎ ১৫ মার্চ ব্যবসা ও বুদ্ধির দাতা বুধ গ্রহ বক্রী হতে চলেছে। অর্থাৎ বুধ উল্টো চালে ভ্রমণ করবে। বুধের বক্রী চালে প্রভাব পড়বে সব রাশির ওপরই। কিন্তু ৩ রাশির ওপর বিশেষ করে কৃপা থাকবে বুধের। আসুন জেনে নিই সেই রাশি কারা।

তুলা রাশি
আপনাদের জন্য বুধ গ্রহের বক্রী চাল লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় আপনি মামলা-মোকদ্দমায় সফল হবেন। এর সঙ্গে আপনার ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। এই সময় আপনি কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন। বিনিয়োগ করার কথা চিন্তা-ভাবনা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। বাড়ি বা অন্য সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। 

বৃষ রাশি
বুধের উল্টো হাঁটা আপনার রাশির জন্য শুভ ফল দেবে। এই সময় আপনার আয় বাড়বে। এরই সঙ্গে আপনি নতুন নতুন মাধ্যম থেকে অর্থ উপার্জন করতে পারেন। আপনার চাকরি ও ব্যবসায় বেতন বৃদ্ধি বা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাজ করার চিন্তা ভাবনা আসবে এবং সেটায় আপনি সফল হবেন। আত্মবিশ্বাস আগের থেকে অনেকটা বাড়বে। আমদানি ও রপ্তানির কাজে অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজারেও ভাল অর্থ কামাবেন। 

কুম্ভ রাশি
বুধ গ্রহের উল্টো চাল কুম্ভ রাশির জীবনে সুসময় আসবে। আপনার কথা আরও আকর্ষণীয় হবে। আপনি অন্যদের নিজের প্রতি আকর্ষিত করতে সফল হবেন। শিক্ষা, উদ্যোগ, সেলস ও মার্কেটিং-এর সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। বিনিয়োগের কথা ভাবতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভাল হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। 
 

Read more!
Advertisement
Advertisement