Advertisement

Budh Gochar: বুধের কেরামতিতে মহাপুরুষ যোগ, ৩ রাশির গাড়ি-বাড়ি সব হবে

Budh Gochar: জ্যোতিষশাস্ত্র মতে, সব গ্রহ নিয়মিত অন্তরালে গোচর করে থাকে। এই রাশি পরিবর্তনের প্রভাব সব প্রাণী জগতের ওপর পড়তে দেখা যায়। গ্রহের এই গোচরে অনেকবার শুভ রাজযোগ তৈরি হয়। সেরকমই এক শুভ রাজযোগ তৈরি হতে চলেছে সেপ্টেম্বরে।

বুধের গোচরে শুভ রাজযোগের নির্মাণবুধের গোচরে শুভ রাজযোগের নির্মাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 6:36 PM IST
  • জ্যোতিষশাস্ত্র মতে, সব গ্রহ নিয়মিত অন্তরালে গোচর করে থাকে।

জ্যোতিষশাস্ত্র মতে, সব গ্রহ নিয়মিত অন্তরালে গোচর করে থাকে। এই রাশি পরিবর্তনের প্রভাব সব প্রাণী জগতের ওপর পড়তে দেখা যায়। গ্রহের এই গোচরে অনেকবার শুভ রাজযোগ তৈরি হয়। সেরকমই এক শুভ রাজযোগ তৈরি হতে চলেছে সেপ্টেম্বরে। বুধ নিজের স্বরাশি কন্যাতে সঞ্চারণ করবে। এই রাজযোগের প্রভাবে শুভ ভদ্র রাজযোগের নির্মাণ হবে। এই রাজযোগ ৩ রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। কেরিয়ারে উন্নতির সঙ্গে অপার ধনলাভ হবে। জেনে নিন এই সৌভাগ্যশালী রাশিরা কারা।   

মিথুন রাশি
বৈদিক শাস্ত্র মতে, সেপ্টেম্বরে বুধ গ্রহের ভদ্র রাজযোগ আপনার ভাগ্য বদলে দেবে। আপনি কেরিয়ারে যে যোজনাগুলো ভেবে রেখেছেন তা সম্পূর্ণ হবে। আপনি রাজার হালে থাকবেন। আপনার আমদানির স্রোত বাড়বে। পুরনো কোনও ঋণ ফেরত পাবেন। আপনি কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। পরিবারের সঙ্গ পাবেন। 

ধনু রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে, আপনার মহাপুরুষ রাজযোগ ভাগ্যকে উচ্চতায় পৌঁছাবে। আপনার চাকরি ও ব্যবসা উচ্চতার শিখরে পৌঁছাবে। আপনি কর্মস্থানে বড় দায়িত্ব পেতে পারেন। হঠাৎ করে বড় দায়িত্ব পাবেন। হঠাৎ করে অর্থ পাবেন। আপনি কোনও সঞ্চয় খাতে অর্থ জমাতে পারবেন। কেরিয়ারে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। 

সিংহ রাশি
বুধের এই ভদ্র রাজযোগে আপনার আকস্মিক ধনলাভ হবেয আপনার কথা আপনাকে সফলতা দেবে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তবে আপনি তাদের পরাস্ত করতে পারবেন। আপনি ভাল প্যাকেজ নিয়ে অন্য কোনও জায়গায় যোগ দিতে পারেন। আপনার অর্থ পাওয়ার রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতি দারুণ থাকবে।   
 

Read more!
Advertisement
Advertisement