বুধ যখনই গ্রহ গোচর করে তখনই তার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। ১৮ জুলাই বুধ কর্কট রাশিতে বক্রী অর্থাৎ উল্টো চালে থাকবে। জ্যোতিষ মতে, শাস্ত্রে কোনও গ্রহের উল্টো চাল খুবই অশুভ বলে মনে করা হয়। বুধের বক্রী হতেই রাশিচক্রের কিছু রাশির জাতকদের আর্থিক, স্বাস্থ্য ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। তাই এি সময় একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিংহ রাশি
বুধের বক্রী হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। প্রত্যেক কাজেই যে সফলতা পাবেন এমনটা নয়। সম্পত্তি নিয়ে সাবধানে থাকুন। এতে আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। বিদেশের সঙ্গে যাঁরা কাজের সূত্রে যুক্ত, তাঁরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন। পাওনা টাকা আটকে যেতে পারে। কোনও বড় ঝুঁকি নেবেন না। পরিশ্রম করেও আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হবেন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে।
তুলা রাশি
বুধ বক্রী হলেই তুলা রাশির জাতকদের সিদ্ধান্ত নিতে বেশ সমস্যা দেখা দেবে। আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে। দাম্পত্যে চড়াই-উৎরাই আসবে। স্বাস্থ্য বিগড়াতে পারে।
বৃশ্চিক রাশি
বুধের বক্রী হতেই বৃশ্চিক রাশির সব কাজ বিগড়ে যাবে। ছোট ভাই-বোনের সঙ্গে ঠিকমতো কথা বলুন। অর্থ সংক্রান্ত বিনিয়োগ করবেন না। এতে আর্থিক সমস্যা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক দিক দিয়ে চিন্তা বাড়বে। পুরনো কোনও রোগ সমস্যা বাড়াতে পারে।
কুম্ভ রাশি
বুধের বক্রী হওয়া কুম্ভ রাশিদের জীবনে বিপর্যয় নেমে আসবে। জীবনে নেতিবাচকতা আসবে। আর্থিক লোকসান হবে। কোনও অশুভ খবর পেতে পারেন। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতকদের ভাগ্য সঙ্গ দেবে না। সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।