জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে প্রতিটি গ্রহ। গ্রহের স্থান পরিবর্তন অর্থাত্ গোচরের ফলে কখনও তৈরি হয় বিশেষ যোগ। এই সমস্ত যোগের প্রভাবে শুভ সময় আসে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে। ১৪ মার্চ ২০২৫ সালে সূর্য মীন রাশিতে গোচর করে ফেলেছে। জ্যোতিষ শাস্ত্রে মীনকে গুরুর রাশি বলে মনে করা হয়। তবে সূর্য মীন রাশিতে গোচর করতেই শুভ যোগের নির্মাণ করেছে। প্রথমে শুক্রাদিত্য ও পরে বুধাদিত্যর রাজযোগ। আসলে মীন রাশিতে শুক্র ও বুধ প্রথম থেকেই বিরাজমান রয়েছে। আর এখন সূর্য মীনে এন্ট্রি নিয়েছে। যার ফলে সব সংযোগ তৈরি হয়ে গিয়েছে। শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজযোগের ফলে কোন কোন রাশি লাভবান হবেন।
বৃষ রাশি
বুধাদিত্য ও শুক্রাদিত্যের মিলন বৃষ রাশির জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। বৃষ রাশির জাতকদের কথাবার্তায় অন্যেরা আকর্ষিত হবেন। আটকে থাকা অর্থ পাবেন। আর্থিক লাভ হবে। বেশ টাকা কামাবেন। পাশাপাশি চাকরিতে পদোন্নতি এবং সম্মানে বৃদ্ধি হবে। যদি আপনি কোনও প্রকার স্থানান্তরণের চেষ্টা করতে চান, তাহলে গ্রহের গমন অনুকূল থাকবে। সমাজে জনপ্রিয়তা বাড়বে।
তুলা রাশি
বুধাদিত্য ও শুক্রাদিত্য সংযোগ তুলা রাশির জাতকদের জন্য লাভবান হবেন। আয় বাড়বে। ভাল খবর পাবেন। ব্যবসায়ীদের জন্য সময় ভাল যাবে। আর্থিক দিক জোরালো হবে। সম্পর্কে মনোমালিন্য দূর হবে।
ধনু রাশি
বুধাদিত্য ও শুক্রাদিত্য রাজযোগের ফলে আপনি কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুদের সঙ্গ পাবেন। কোনও নতুন কাজের সূচনা হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। দাম্পত্যে মধুরতা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সব সমস্যা মিটবে।