Advertisement

Chandra Grahan 2025: চন্দ্রগ্রহণে শনির শুভ যোগ, বড়ঠাকুরের কৃপায় ৩ রাশির বাড়বে আয়

Chandra Grahan 2025: জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণকে খুবই মাহাত্ম্য দেওয়া হয়েছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ অর্থাৎ দোলের দিন হতে চলেছে। কারণ এইদিন দোল ও ফাল্গুন পূর্ণিমার অদ্ভুত সংযোগ তৈরি হতে চলেছে।

চন্দ্রগ্রহণে শনির শুভ প্রভাবচন্দ্রগ্রহণে শনির শুভ প্রভাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 11:27 AM IST
  • জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণকে খুবই মাহাত্ম্য দেওয়া হয়েছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ অর্থাৎ দোলের দিন হতে চলেছে। কারণ এইদিন দোল ও ফাল্গুন পূর্ণিমার অদ্ভুত সংযোগ তৈরি হতে চলেছে। এছাড়াও চন্দ্রগ্রহণে শনিদেব শশ রাজযোগের নির্মাণ করছে। অর্থাৎ শনিদেব কুম্ভ রাশিতে থেকে শশ নামক রাজযোগের সৃষ্টি করবে। জ্যোতিষ মতে, চন্দ্রগ্রহণে শনির এই বিশেষ সংযোগ খুবই শুভ। কারণ শনিদেবের প্রভাবে চন্দ্রগ্রহণে রাশিদের ওপর অশুভ প্রভাব কম হয়ে যাবে। আসুন জেনে নিন চন্দ্রগ্রহণে তৈরি হওয়া শশ রাজযোগ কোন রাশিদের ভাগ্যের তালা খুলবে। 

মেষ রাশি
চন্দ্রগ্রহণে শনির সংযোগ মেষ রাশির জাতকদের অর্থলাভ করাবে। শনিদেবের কৃপায় এই রাশির জাতকদের আগামী একমাস ব্যবসায় জবরদস্ত লাভ হবে। মেষ রাশির সব সমস্যা সমাধান হবে। এই রাশির জাতকেরা সব কাজে উন্নতি পাবে। চাকুরিজীবিদের জন্য বিশেষ লাভের যোগ। 

মিথুন রাশি
চন্দ্রগ্রহণে শনির অদ্ভুত সংযোগ মিথুন রাশির সব সমস্যা দূর করে দেবে। এই সময় আমদানির রাস্তা মজবুত হবে। উপার্জন বাড়বে। আগামী একমাস জমিয়ে আর্থিক লাভ হবে এই রাশিদের। এই সময় ব্যবসাতেও আর্থিক উন্নতি দেখতে পারবেন। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভ পাবেন। 

কুম্ভ রাশি
চন্দ্রগ্রহণে শনির এই দুর্লভ সংযোগ কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে। এরকম অবস্থায় শনিদেবের কৃপায় কুম্ভ রাশি অপার ধন লাভ করবে। দাম্পত্য জীবন ভাল থাকবে। পরিবারে আনন্দের আবহ থাকবে। কোনও বড় সুখবর পেতে পারেন। শনিদেবের কৃপায় ব্যবসা বাড়বে। ব্যবসায় আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। চাকুরিজীবি জাতকদের কর্মক্ষেত্রে বড় সুখবর পেতে পারেন। চাকরির সন্ধান করা জাতকদের বড় কোনও প্রস্তাব আসতে পারে। জমি সংক্রান্ত কাজে জমিয়ে আর্থিক লাভ হবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Advertisement

Read more!
Advertisement
Advertisement