Advertisement

Chandra Grahan 2025: চন্দ্রগ্রহণে কেতুর শুভ ছায়া, ৪ রাশির সুসময় আসতে চলেছে

Chandra Grahan 2025: বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে গ্রহণকে ভৌগোলিক ঘটনা হিসাবে দেখা হয়। যখনই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে তার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ২০২৫, শুক্রবার দোলের দিন হতে চলেছে।

কেতুর গোচর চন্দ্রগ্রহণেকেতুর গোচর চন্দ্রগ্রহণে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 5:19 PM IST
  • বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে গ্রহণকে ভৌগোলিক ঘটনা হিসাবে দেখা হয়।

বৈজ্ঞানিক ও জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে গ্রহণকে ভৌগোলিক ঘটনা হিসাবে দেখা হয়। যখনই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে তার প্রভাব দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ২০২৫, শুক্রবার দোলের দিন হতে চলেছে। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। কারণ এইদিন কেতু চন্দ্রমা মিলে কন্যা রাশিতে গ্রহণ যোগ তৈরি করছে। আসলে চন্দ্রমা কন্যা রাশিতে বিরাজ করছে আর কেতুও কন্যা রাশিতে রয়েছে, যার ফলে গ্রহণ যোগের সংযোগ তৈরি করা হয়েছে। 

জ্যোতিষে কেতুকে অশুভ ও ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে। কেতু এক রাশিতে ১৮ মাস পর্যন্ত থাকে। কেতু-চন্দ্রমার যুতিতে কিছু রাশির সুসময় শুরু হতে চলেছে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য চন্দ্রমা ও কেতুর যুতি আর্থিক সমৃদ্ধির সঙ্কেত দিচ্ছে। ব্যবসায় এরা দ্রুত উন্নতি করবে এবম আটকে থাকা কাজ সফলতার সঙ্গে হবে। এই বছর আর্থিক দিক খুবই ভাল থাকবে, অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে। 

মিথুন রাশি
কেতু ও চন্দ্রমার যুতি এই রাশির জাতকদের জন্য সফলতার নতুন রাস্তা খুলবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে এবং পছন্দের চাকরিও পাবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। নতুন ব্যবসায় ভাল লাভ হবে। বন্ধুদের পুরো সহযোগিতা পাবেন, যার ফলে এগিয়ে যেতে সুবিধা হবে। যার ফলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেতু ও চন্দ্রমার যুতি শুভ ফল দেবে। জীবনে আনন্দ ও ইতিবাচকতা থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থের কোনও কমতি হবে না। সম্পত্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য কেতু ও চন্দ্রমার যুতি শুভ ফল দিতে চলেছে। সব কাজ সময়ের মধ্যে পুরো হবে আর যতবেশি পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি সফল হবেন। বৈবাহিক জীবন সুখের ও আনন্দময় হবে। পারিবারিক সম্পর্কে মধুরতা থাকবে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement