Advertisement

Hans Mahapurush Rajyog: গুরু গোচরে লক্ষ্মীলাভ, বৃহস্পতির কৃপায় ৩ রাশির অর্থভাগ্য তুঙ্গে

Hans Mahapurush Rajyog: জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময় সময় বক্রী ও মার্গী হয়ে শুভ ও রাজযোগের নির্মাণ করে। যার প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন ১২ বছর পর দেবতাদের গুরু বৃহস্পতি বক্রী হতে শুরু করেছে।

দেবগুরু গোচরদেবগুরু গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 4:00 PM IST
  • জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময় সময় বক্রী ও মার্গী হয়ে শুভ ও রাজযোগের নির্মাণ করে।

জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহরা সময় সময় বক্রী ও মার্গী হয়ে শুভ ও রাজযোগের নির্মাণ করে। যার প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন ১২ বছর পর দেবতাদের গুরু বৃহস্পতি বক্রী হতে শুরু করেছে। যার ফলে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। এই রাজযোগ অক্টোবরের ১২-তে তৈরি হবে। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা। 

কন্যা রাশি
আপনাদের জন্য এই হংস রাজযোগ লআবজনক সিদ্ধ হতে চলেছে। আপনার এই সময় আয় হবে। এরই সঙ্গে আপনি বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন। শেয়ার বাজার থেকে লাভ হতে পারে। বিনিয়োগ থেকে আপনার লাভ হবে। সন্তান পক্ষ থেকে শুভ খবর পাবেন। সন্তানের নতুন চাকরি বা বিয়ে হতে পারে। এই সময় ব্যবসায়িক চুক্তি হতে পারে। 

বৃশ্চিক রাশি
হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হতেই বৃশ্চিক রাশির জাতকদের লাভ হতে পারে। কারণ এই গুরু গ্রহের কারণে ভাগ্য সঙ্গ দেবে। এরই সঙ্গে আপনার রুচি ধর্ম-কর্মে থাকবে। বিবাহিত জাতকদের পরিবারের সহযোগিতা পাওয়া যাবে। নিজের ব্যবসা শুরু করতে পারেন। দেশ-বিদেশে সফর করতে পারেন। বুদ্ধি ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক এই সময় চরম পর্যায়ে থাকবে। জীবনের উদ্দেশ্য সফল করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও মান-সম্মান প্রাপ্তি হবে। 

তুলা রাশি
আপনাদের জন্য হংস রাজযোগ কেরিয়ার ও ব্যবসার জন্য খুবই লাভজনক হবে। কারণ গুরু গ্রহ এই সময় আপনার প্রমোশন, নতুন দায়িত্ব ও সামাজিক প্রতিষ্ঠা দেবে। এই সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে। আপনার সহকর্মী ও বরিষ্ঠ লোকেরা আপনার প্রশংসা করবে। এই সময় ব্যবসায় ভাল অর্থলাভ হবে। এই সময় নতুন কাজ শুরু করতে পারেন। এরই সঙ্গে বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement