Advertisement

Guru Gochar 2025: অগাস্টে গুরুর 'ডাবল' খেলা শুরু, ৩ রাশির বিরাট লক্ষ্মীলাভ

Guru Gochar 2025: জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখনই গুরু বৃহস্পতি নিজের অবস্থান পরিবর্তন করে তখনই তার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। দেবগুরু বৃহস্পতিকে সব দেবতা ও গ্রহদের গুরু বলে মনে করা হয়।

দেবগুরু গোচর অগাস্টেদেবগুরু গোচর অগাস্টে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 6:18 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির গোচরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখনই গুরু বৃহস্পতি নিজের অবস্থান পরিবর্তন করে তখনই তার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। দেবগুরু বৃহস্পতিকে সব দেবতা ও গ্রহদের গুরু বলে মনে করা হয়। এই গুরুকে অর্থ, শিক্ষা, মা-বাবা, বুদ্ধি, নতুন সুযোগের কারক বলে মনে করা হয়। অগাস্ট মাস পড়ে গিয়েছে আর এই মাসে দেবগুরু বৃহস্পতি দুবার নিজের চাল পরিবর্তন করবে। প্রথমে ১৩ অগাস্ট পূনবর্সু নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবেন দেবগুরু। এরপর ৩০ অগাস্ট বৃহস্পতি ফের গোচর করবেন।। বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন খুবই বিশেষ বলে মনে কর হয়। কারণ এর ফলে কিছু রাশির লাভ হতে চলেছে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য গুরু গোচর জীবনে বড় বদল নিয়ে আসবে। এদের আর্থিক স্থিতি শুধরাবে আর হঠাৎ করে লাভের সম্ভাবনা তৈরি হবে। দেবগুরুর কৃপায় মেষ রাশির জাতকেরা অর্থের সঞ্চয় করতে সফল হবে আর কর্মক্ষেত্রে এরা মান-সম্মান পাবেন। কোনও সুসংবাদ পেতে পারেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য দেবগুরুর রাশি পরিূর্তন অত্যাধিক শুভ ফল দেবে। এরা সব কাজে সফলতা পাবে আর নতুন কোনও কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। বাবার সঙ্গে সম্পর্ক খুব ভাল হবে। সুখ-সম্পত্তি পাবেন। তুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য গুরুর গোচর শুভ পরিণাম নিয়ে আসবে। নতুন চাকরির সুযোগ আসবে। আর্থিক লেন-দেনে ভাল লাভ হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement