জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনিকে পরম শত্রু গ্রহ বলে মনে করা হয়ে থাকে। যদিও সূর্যদেবের পুত্র শনিদেব। এই সময় সূর্য বৃষ রাশিতে গোচর করছে আর শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। ২০ মে সূর্য ও শনি এক বিশেষ অবস্থায় থাকবে এবং বিশেষ যোগ তৈরি করবে। ২০ মে সূর্য ও শনি একে-অপরের ৬০ ডিগ্রি কোণে থাকবে। যার ফলে ত্রিকাদশ যোগের নির্মাণ হবে। এই যোগ ৩ রাশির জাতকদের অপার লাভ দেবে।
বৃষ রাশি
সূর্য ও শনির দ্বারা তৈরি এই যোগ বৃষ রাশির জাতকদের পরিস্থিতি আরও ভাল করবে। এরা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন। আকস্মিক অর্থ পাবেন। যার ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অশান্তি-ঝগড়া থেকে রেহাই পাবেন।
কর্কট রাশি
সূর্য-শনির বিশেষ যোগ কর্কট রাশির জাতকদের জন্য সুসময় নিয়ে আসবে। কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন। আর্থিক লাভ হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্য জীবন খুব ভাল কাটবে। পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। খুশির আবহ থাকবে সব জায়গায়।
কন্যা রাশি
সূর্য শনির শুভ পরিস্থিতি কন্যা রাশির জাতকদের শুভ ফল দেবে। আপনি কোনও ভাল খবর পেতে পারেন, যেটা শুনে আপনি খুশি থাকবেন। বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। কাজে উন্নতি হবে। পরিবারের সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবন মধুর হবে। যে কাজে হাত দেবেন সেটায় সাফল্য হবেন।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)