২৮ মে ২০২৫-এ চন্দ্রমা দুপুর ১টা ৩৬ মিনিটে বৃষ রাশি থেকে বুধের রাশি মিথুনে গোচর করবে। অপরদিকে, গুরু বৃহস্পতি মিথুন রাশিতে এন্ট্রি করতে চলেছে। এরকম অবস্থায় মিথুন রাশিতে গুরু ও চন্দ্রমার যুতিতে গজকেশরী যোগ তৈরি হবে। এই গজকেশরী রাজযোগ সব রাশিদের ওপর প্রভাব ফেললেও ৩ রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই ৩ রাশির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষণ হবে। আসুন জেনে নিন সেই ৩ রাশি কারা।
মিথুন রাশি
গজকেশরী রাজযোগে মিথুন রাশির জাতকদের জন্য তা শুভ পরিণাম নিয়ে আসবে। জাতকদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। সুসংবাদ শুনতে পারেন কোনও। জীবনের সব সমস্যা এবার শেষ হবে। পরীক্ষার প্রস্তুতি করা পড়ুয়ারা সপ হবে। সমাজে মান-সম্মান বাড়বে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর গজকেশরী রাজযোগের শুভ প্রভাব পড়তে দেখা যেতে পারে। এই রাশির জাতকদের ভাগ্য বদলাতে পারে। আয়ে জবরদস্ত বৃদ্ধির সঙ্গে ব্যবসার ক্ষেত্রে জাতকেরা সফলতা প্রাপ্তি করবেন। আর্থিক চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন। হঠাৎ করে অর্থলাভ হবে। বিয়ের ভাল প্রস্তাব পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ হঠাৎ করে লাভ নিয়ে আসবে। জাতকেরা হঠাৎ করে লাভের মুখ দেখতে পারবেন। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। আয় বৃদ্ধি ও চাকরি বদলের ইচ্ছা পূরণ হবে। সন্তান পক্ষের থেকে শুভ খবর পেতে পারেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)