Advertisement

Ganesh Favorite Zodiac: গণেশজির সুনজরে ৪ রাশির ভাগ্য, বাপ্পার কৃপায় যশ-খ্যাতি সব পায় এঁরা

Ganesh Favorite Zodiac: সব পুজোর আগেই গণেশের পুজো আমরা করে থাকি। গণেশজি আমাদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন। বুধবারের দিনটাকে গণেশজির দিন বলে মনে করা হয়। ১২টি রাশির ওপর গণেশজির সুনজর থাকলেও কিছু বিশেষ রাশি আছে, যাঁদের ওপর গণেশের কৃপা সর্বদাই থাকে।

গণেশ প্রয় ৪ রাশিগণেশ প্রয় ৪ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2025,
  • अपडेटेड 1:27 PM IST
  • সব পুজোর আগেই গণেশের পুজো আমরা করে থাকি।

সব পুজোর আগেই গণেশের পুজো আমরা করে থাকি। গণেশজি আমাদের সব বিপদ থেকে রক্ষা করে থাকেন। বুধবারের দিনটাকে গণেশজির দিন বলে মনে করা হয়। ১২টি রাশির ওপর গণেশজির সুনজর থাকলেও কিছু বিশেষ রাশি আছে, যাঁদের ওপর গণেশের কৃপা সর্বদাই থাকে। বাপ্পা এই রাশিদের সব ইচ্ছে পূরণ করে থাকেন। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশি গণেশজির খুবই প্রিয় রাশিদের মধ্যে একটি। এই রাশির জাতকদের ওপর গণেশজি সব সময়ই তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। বাপ্পার কৃপায় এই রাশির জাতকেরা সব কাজে সফল হন। গণপতির কৃপায় এই রাশির সব কাজে বাধা দূর হয়ে যায়। এই রাশির জাতকেরা জ্ঞানী, সাহসী ও পরাক্রমী হয়ে থাকেন। গণপতিকে বুদ্ধির দেবতা বলে মনে করা হয়। এইজন্য তাঁর কৃপায় মেষ রাশির সব কাজই খুব ভেবেচিন্তে করেন এবং তাতে সফলও হন। 

মিথুন রাশি
গণেশজির দ্বিতীয় প্রিয় রাশি হল মিথুন। এই জাতকদের ওপর সব সময়ই গণেশের আশীর্বাদ থাকে। কেরিয়ারে খুব সফলতা পেয়ে থাকেন এই রাশির জাতকেরা। ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে এই রাশিরা গণেশের কৃপায় উন্নতি করেন। এদের ব্যক্তিত্ব খুব প্রভাবশালী হয়। বাপ্পার কৃপায় এই জাতকেরা জীবনের সবক্ষেত্রে সফলতা পান। 

মকর রাশি
গণেশজি এই রাশির জাতকদের খুবই পছন্দ করেন। এই রাশির জাতকেরা খুবই পরিশ্রমী হয়ে থাকেন। বাপ্পার কৃপায় জীবনে উন্নতি করতে পারেন। এদের যে কোনও কাজ দিলেই সেটা তারা খুব বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পন্ন করেন। মকর রাশিরা একবার যে কাজে হাত দেন তা সম্পূর্ণ করে তবেই দম ফেলেন। জীবনে যশ ও খ্যাতি অর্জন করেন। এদের ওপর গণেশজির সুনজর সবসময় থাকে। 

কন্যা রাশি
জ্যোতিষ অনুযায়ী কন্যা রাশির জাতকদের ওপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকে। বুধ এই রাশির অধিপতি গ্রহ। বুধের প্রভাবে কন্যা রাশির জাতকরা বুদ্ধিমান ও ভাগ্যবান হয়ে থাকেন। তাঁদের ওপর সর্বদা গণেশে কৃপাদৃষ্টি থাকে। নিজের বুদ্ধির জোরে জীবনে প্রচুর উন্নতি করতে পারেন এই রাশির জাতক। কন্যা রাশির জাতকদের ওপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকায় তাঁদের কাজে খুব কম বাধা আসে। জীবনে সহজে সাফল্যের শীর্ষে পৌঁছন এই রাশির জাতকরা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement