বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহ এক নিশ্চিত সময়ের পর বক্রী ও মার্গী হয়। যার প্রভাব মানুষের জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, বৃহস্পতি ৯ অক্টোবর সকাল ১০টা ১ মিনিটে বৃষ রাশিতে বক্রী হয়েছিলেন আর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্গী অর্থাৎ সোজা চালে থাকবেন। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে। আসুন দেখে নিই সেই রাশিগুলো কারা।
মেষ রাশি
গুরু গ্রহের মার্গী হওয়া কিছু রাশির জন্য শুভ প্রমাণিত হবে। কারণ গুরু বৃহস্পতি আপনার কোষ্ঠীর অর্থস্থানে মার্গী। এই সময় আপনার আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। এরই সঙ্গে লেখালিখি, সঞ্চালক ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত লোকেদের এই সময় খুবই অনুকূল থাকবে। এর সঙ্গে নতুন চাকরি পেতে পারেন তাঁরা। চাকুরিজীবিদের পদোন্নতি হবে। এই সময় আপনি আটকে থাকা অর্থ পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে দেখা করতে পারবেন।
মকর রাশি
আপনাদের জন্য গুরু গ্রহের মার্গী লাভজনক প্রমাণিত হবে। কারণ গুরু গ্রহ আপনার রাশির পঞ্চম ঘরে সোজা চালে থাকবে। এইজন্য এই সময় আপনার সন্তানের সঙ্গে যুক্ত কোনও শুভ সংবাদ পেতে পারেন। এর সঙ্গে যে সব মানুষের প্রেম চলছে তাদের বিয়ে হতে পারে। এই সময় আপনি অর্থের সঞ্চয় করতে পারবেন। পরিবারের সব প্রয়োজনীয়তা মেটাতে পারবেন। যদি আপনি পড়ুয়া হয়ে থাকেন তাহলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
সিংহ রাশি
আপনাদের জন্য গুরু গ্রহের সোজা চাল শুভ প্রমাণিত হবে। কারণ গুরু গ্রহ আপনার রাশির কর্মস্থানে মার্গী হবে। এইজন্য এই সময় আপনার কাজ-ব্যবসায় উন্নতি হবে। এর সঙ্গে চাকরি-ব্যবসায় ব্যক্তিদের লাভ হতে পারে। এই সময় চাকুরিজীবি লোকেদের পদোন্নতি হবে। কর্মস্থানে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল অর্থলাভ হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)