দেবতাদের গুরু বৃহস্পতি নবগ্রহদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই গ্রহ এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে। এরপরই গুরু রাশি পরিবর্তন করে। এরকম অবস্থায় এই গ্রহের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় ১২ বছরের সময় লাগে। গুরুর রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির জাতকদের জীবনে পড়ে। এই সময় গুরু বৃহস্পতি বৃষ রাশিতে বিরাজমান। ১৪ মে ২০২৫ সালে গুরু মিথুন রাশিতে প্রবেশ করবে। গুরু এই রাশিতে এক বছর পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় গুরুর সঙ্গে শুক্রের যুতি তৈরি হবে। যার ফলে গজলক্ষ্মী রাজযোগের নির্মাণ হতে চলেছে। আসলে শুক্র ২৬ জুলাই সকাল ৯টা বেজে ২মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। এখানে ২১ অগাস্ট পর্যন্ত থাকবে। ২১ অগাস্ট পর্যন্ত গজলক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে। এতে কিছু রাশির দারুণ লাভ হবে।
ধনু রাশি
এই রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ বেশ লাভদায়ক হতে চলেছে। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুখ-সমৃদ্ধি বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দীর্ঘ সময় ধরে জমি নিয়ে চলা বিবাদ এবার শেষ হবে। সমাজে মান-সম্মান খুব দ্রুত বাড়বে।
সিংহ রাশি
এই রাশির একাদশ ঘরে গুরু-শুক্রের যুতি তৈরি হতে চলেছে। এই রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ বেশ লাভদায়ক প্রমাণিত হবে। দীর্ঘসময় ধরে জীবনে চলা সমস্যা এবার সমাপ্ত হবে। অর্থ সঙ্কট মিটবে। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে। উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। এর সঙ্গে গুরু, মা-বাবার সঙ্গ পাবেন, যার ফলে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন। চাকুরিজীবীরা কর্মস্থলে ভাল সময় কাটাবেন। হঠাৎ করে অর্থলাভ হবে। শত্রুদের ওপর বিজয় লাভ করবেন। উচ্চ আধিকারিকদের সহযোগিতা পাবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য গজলক্ষ্মী রাজযোগ অনেক সুখ নিয়ে আসবে। প্রত্যেক ক্ষেত্রে অপার সফলতা প্রাপ্তি করবেন। জাগতিক সব ধরনের সুখ পাবেন। এর সঙ্গে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ধার্মিক কোনও জায়গায় যেতে পারেন। ভাগ্য সবসময় সঙ্গ দেবে। মান-সম্মান খুব দ্রুত বাড়বে। এর সঙ্গে অপার ধন-সম্পত্তি পাবেন।