হনুমানজিকে এই কলিযুগে একমাত্র জীবিত দেবতা হিসাবে মানা হয়ে থাকে। যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তিভরে হনুমানজির পুজো -অর্চনা করেন, তার ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। হনুমানজির কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় আর জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জ্যোতিষ মতে, কিছু রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ৪ রাশির ওপর বজরংবলীর কৃপা থাকে। জানুন সেই রাশি কারা।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই মজবুত হয়। হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক দিক মজবুত থাকে। মঙ্গলবারের দিন মেষ রাশির জাতক হনুমানজির বেশি করে আরাধনা করুন। বিশ্বাস করা হয়, এটা করলে জীবনের সব কষ্ট দূর হবে এবং অর্থকষ্ট থাকবে না।
সিংহ রাশি
জ্যোতিষ মতে, হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে সিংহ অন্যতম। সিংহ রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতকেরা সব কাজে সফল হন। অর্থের অভাব এদের কখনও থাকে না। মঙ্গল ও শনিবার করে হনুমানজির পুজো করলে সিংহ রাশির সবদিক থেকে সুখী হবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। জ্যোতিষ মতে, হনুমানজির কৃপায় বৃশ্চিক রাশির সব সঙ্কট দূরে থাকে। এই রাশির জাতকদের আর্থিক দিক মজবুত হয়। চাকরি ও ব্যবসায় উন্নতি পায় এরা। মঙ্গলবার বজরংবলীর পুজো করলে এরা সবকিছু অর্জন করতে পারেন। জীবনে কোনও টাকার অভাব থাকবে না। হনুমানজির আরাধনা করলে বৃশ্চিক রাশির সব ইচ্ছা পূরণ হবে।
কুম্ভ রাশি
জ্যোতিষ মতে, কুম্ভ রাশির ওপর হনুমানজির বিশেষ কৃপা রয়েছে। এরা সব কাজে সাফল্য পেয়ে থাকে। আর্থিক উন্নতি হয়। কুম্ভ রাশি সর্বদা বজরংবলীর আশীর্বাদ পায়। এই রাশির জাতকদের কাজে কোনও বাধা আসে না। হনুমানজির আশীর্বাদে চাকরিতে পদোন্নতি পাওয়া যায়। মঙ্গলবার বজরঙ্গবান পাঠ করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন।