Advertisement

June Horoscope 2025: জুনে গ্রহের মেগা পরিবর্তন, ৩ রাশির চাকরি-ব্যবসায় বিশাল উন্নতি

June Horoscope 2025: জুন মাস একাধিক রাশির জন্য বিশেষ হতে চলেছে। কারণ এই মাসে অনেক বড় গ্রহ নিজেদের অবস্থান বদল করবে। এমনিতে তার প্রভাব সব রাশিদের ওপর পড়লেও, কিছু এমন রাশি রয়েছে, যাদের জন্য এই সময়ে কেরিয়ার, সম্পর্ক ও আর্থিক বিষয়টি খুবই ভাল যাবে।

জুনের লাকি রাশিজুনের লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2025,
  • अपडेटेड 10:57 AM IST
  • জুন মাস একাধিক রাশির জন্য বিশেষ হতে চলেছে।

জুন মাস একাধিক রাশির জন্য বিশেষ হতে চলেছে। কারণ এই মাসে অনেক বড় গ্রহ নিজেদের অবস্থান বদল করবে। এমনিতে তার প্রভাব সব রাশিদের ওপর পড়লেও, কিছু এমন রাশি রয়েছে, যাদের জন্য এই সময়ে কেরিয়ার, সম্পর্ক ও আর্থিক বিষয়টি খুবই ভাল যাবে। এরকম অবস্থায় আসুন জেনে নিই য এই গ্রহ গোচর কোন রাশিদের ওপর শুভ প্রভাব পড়তে পারে। 

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, জুন মাসের শুরুতে শুক্র গ্রহ রাশি বদলাবে। এরপর বুধ, মঙ্গল ও সূর্য নিজেদের রাশি বদল করবে। সূর্যের বৃষ রাশিতে প্রবেশের ফলে আত্মবিশ্বাস, ক্ষমতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শুধরে যাবে। এই বদল অনেক মানুষের জন্য নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে দেবে। কিছু রাশির জন্য এই সময়কাল খুবই ভাল যাবে। কেরিয়ারে উন্নতি, আর্থিক অবস্থান ভাল ও ব্যক্তিগত জীবনে সুখ পাওয়া যাবে। আসুন তাহলে জেনে নিন জুন মাস কাদের জন্য ভাল যাবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জন্য জুন মাস ইতিবাচকতা নিয়ে আসবে। কাজে উন্নতি দেখতে পাবেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় লাভ পেতে পারেন। এই সময় জমি বা গাড়ি কেনার ভাল সুযোগ পাবেন। আর্থিক রূপে আপনি মজবুত অনুভব করবেন আর আগের চেয়ে বেশি স্বস্তি পাবেন। যদিও এই সময় যাত্রা অনেক করতে হতে পারে, এইজন্য আগে থেকে পরিকল্পনা করে জরুরি কাজ সেরে নিন। সব মিলিয়ে এই সময় আপনার জন্য ভাল যাবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য জুন মাস বেশ লাভদায়ক বলে প্রমাণিত হবে। শুক্র গ্রহের শুভদৃষ্টির কারণে আপনি কর্মক্ষেত্রে নতুন উচ্চতা ছুঁতে পারবেন। নতুন উপলব্ধি ও খ্যাতি পাওয়ার আভাস রয়েছে। আপনি আর্থিক অবস্থান শুধরে যাবে আর হঠাৎ করে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজে সফলতা পাবেন। যারা বিদেশ যাত্রা বা কোনও অন্তরাষ্ট্রীয় প্রজেক্টে কাজ করে, তাদের জন্য এই সময় বিশেষ সুবিধা দেবে। 

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য জুন মাস ভাগ্য বদল করবে। গুরুর দৃষ্টির এই রাশিতে পড়ার কারণে ধার্মিক কাজে রুচি বাড়বে আর পরিবারে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। ঘরের আবহ আনন্দময় থাকবে। কিছু বিষয়ে অশান্তি হলেও বড় কিছু হবে না। আপনি সামলে নিতে পারবেন। জমি সংক্রান্ত বিষয়ে লাভ পাবেন আপনি।  

Read more!
Advertisement
Advertisement