বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে ভাগ্যের কারক বলে মনে করা হয়। দেবতাদের গুরু বৃহস্পতি যার কোষ্ঠীতে ভাল অবস্থায় থাকে, সেই ব্যক্তির সব কাজে সফলতা বাধাধরা। নবগ্রহের মধ্যে গুরু বৃহস্পতিকে নীতি, ন্যায় ও মন্ত্রণার ওপর প্রভাব পড়তে দেখা যায়। এই গ্রহ নিয়ন্ত্রণ রাখে হলুদ রং, সোনা, কোষ ও আইন সহ পুজো-পাঠ, ধর্ম, জ্ঞান এবং মন্ত্রের ওপর। বৈদিক জ্যোতিষে সূর্যের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহের স্থান পেয়েছে বৃহস্পতি। সপ্তাহের পঞ্চমদিন অর্থাৎ বৃহস্পতিবারকে দেবগুরুর দিন বলে মনে করা হয়। বৃহস্পতির প্রিয় ৪ রাশি। যাদের ওপর সবসময় দেবগুরুর কৃপা থাকে।
কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আনন্দে জীবনযাপন করেন কর্কট রাশির জাতকরা। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গোচর করে, তখনই এই রাশির জাতকদের ধনলাভ হয়। দেবগুরুর আশীর্বাদে সর্বদা সৌভাগ্যময় জীবনযাপন করেন এই রাশির জাতকরা। শিক্ষা, সমাজসেবা ও কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই জাতকরা।
মীন রাশি
বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মীন। সর্বদা মীন রাশির জাতকদের রক্ষা করেন দেবগুরু। এই রাশির জাতকরা দয়ালু ও সহানুভূতিশীল হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এই জাতকদের জীবন সুখে কাটে। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে গভীর রুচি থাকে এই জাতকদের। এই রাশির জাতকরা সহনশীল স্বভাবের হয়ে থাকেন। ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু এই জাতকদের বিশেষ পছন্দ করেন।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকদের ওপরও বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকে এই রাশির জাতকরা। এমনকি নিজের লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন এঁরা। সিংহ জাতকরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন। পাশাপাশি নানান অভিজ্ঞতাও অর্জন করে থাকেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এঁরা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন। এঁদের আত্মবিশ্বাস খুব বেশি। দেবগুরুর কৃপায় এঁদের অসফল হতে চলা কাজও সফল হয়। এই রাশির জাতকরা পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন। সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু তাঁদের রক্ষা করেন।