বৈদিক জ্যোতিষ অনুসারে কেতুকে ছায়াগ্রহ হিসাবে মনে করা হয়। সাধারণ কেতুকে অশুভ গ্রহ বলা হয়ে থাকে। কিন্তু কেতু অনেক সময়ই ভাল ফল দিয়ে থাকে। বর্তমানে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। রাহুর মতো কেতুও সব সময় বক্রী চলনে গমন করে। আগামী ১৮ মে কন্যা রাশিতে ছেড়ে উল্টো পথে হেঁটে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। জেনে নিন সূর্যের রাশিতে সিংহে কেতুর গোচরের ফলে লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা।
সিংহ রাশি
আগামী ১৮ মে সিংহ রাশিতেই প্রবেশ করবে কেতু। সিংহ রাশির তৃতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে ভাল সময় আসতে চলেছে এই রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে। আত্মবিশ্বাস বাড়বে এই রাশিদের। নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা কেতুর গোচরের ফলে ১৮ মে থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। কেরিয়ারে উন্নতি করবেন। আর্থিক ভাবেও লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। নিজের পরিশ্রমের সুফল পাবেন। বিদেশ সফরের যোগ আছে। সমাজে আপনার সুনাম বাড়বে এবং ভাগ্য সব কাজে আপনার পাশেই থাকবে। প্রিয় মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন।
ধনু রাশি
১৮ মে থেকে ভালো সময় আসতে চলেছে ধনু রাশির জাতকদের জীবনে। বিশেষ করে চাকরিজীবীরা এই সময় কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। আর্থিক সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। অফিসে বসের থেকে প্রশংসা পাবেন ধনু রাশির জাতকরা। বাবার কাছ আর্থিক ভাবে লাভবান হবেন। চাকরিতে প্রোমোশন পেতে পারেন।
মীন রাশি
কেতুর গোচরের প্রভাবে আর্থিক ভাবে বড় সাফল্য পাবেন মীন রাশির জাতকরা। এই সময় আপনি নিজের আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত করে নিতে পারবেন। সব অসম্পূর্ণ কাজ শেষ করবেন। আপনার মনে সাহস বাড়বে। পরিবারের সঙ্গে ভালেো সময় কাটানোর সুযোগ পাবেন। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। নিজের ব্যাংক ব্যালান্সও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন কেতু রাশির জাতকরা।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)