জ্যোতিষ শাস্ত্রে কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। অর্থাৎ, এমন একটি গ্রহ যার বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু তার প্রভাব সর্বত্র অনুভূত হয়। রাহু ও কেতুকে পাপী গ্রহদের তালিকাতেই রাখা হয়েছে। কেতু প্রত্যেক ১৮ মাস পর পর কেতু রাশি পরিবর্তন করতে পারে। কেতু সর্বদাই উল্টো চালে হাঁটে। কেতুর গোচর তাই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সময় কেতু কন্যা রাশিতে বিরাজ করছে আর এরপর মে মাসে কেতু সিংহ রাশিতে এন্ট্রি নেবে। আসুন জেনে নিই মে মাসে হওয়া কেতুর এই মহাগোচরে কোন রাশির ওপর টাকার বৃষ্টি হবে।
মিথুন রাশি
মিথুন রাশির ভাল সময় শুরু হতে চলেছে। প্রত্যেক ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বন্ধুদের মধ্যে সম্পর্ক ভাল হবে। চাকরিতে প্রমোশন পাকা। ব্যবসায় বড় সুযোগ আসবে। স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক লাভ হবে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বাড়বে, এতে তাদের উন্নতি হবে। এই গোচরের কারণে, আপনার পুরানো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির কেরিয়ারে দায়িত্ব বাড়বে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে আর আপনার আর্থিক সঙ্কট মিটবে। বন্ধুদের সহযোগিতায় কাজ সম্পূর্ণ হবে। উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে। হঠাৎ করে অর্থ পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের চাকরি পরিবর্তনের জন্য মে মাসের পর সবচেয়ে ভালো সময় হবে।
ধনু রাশি
এই সময় ধনু রাশির অর্থপ্রাপ্তি হবে। যেখানেই হাত দেবেন, সেখানে সফল হবে। এই সময় ভাগ্যের পুরো সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার ভালো বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনার বাড়িতে কোনও শুভ ঘটনা ঘটতে পারে। আপনি বিদেশ ভ্রমণে যেতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির মানুষদের বিশেষ লাভ হতে চলেছে। এই সময় পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। যারা আমদানি-রফতানির কাজ করেন তাঁদের ভাগ্যে চমক আসতে চলেছে।