বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহদের গোচর বিশেষ মাহাত্ম্য পেয়েছে। প্রত্যেক গ্রহ এক নির্ধারিত সময়ের পর নিজের অবস্থান বদল করে। গ্রহ যখন নিজের স্থান বদল করে তখন তার সরাসরি প্রভাব রাশিদের ওপর পড়ে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কেতু ১৮ মে ২০২৫ সিংহ রাশি ও উত্তরাফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে। কেতুর এই পরিবর্তনে কিছু রাশির জাতকদের লোকসান হবে। আসুন জেনে নিই সেই রাশি কারা।
মেষ রাশি
জ্যোতিষ গণনা অনুসারে, কেতুর গোচর মেষ রাশির পঞ্চম ঘরে হবে। এরকম অবস্থায় কেতু-গোচর নেতিবাচক প্রভাব প্রেমের জাবনে হঠাৎ করে সমস্যা নিয়ে আসবে। নিজেদের মধ্যে ঝগড়া ও মতবিরোধের কারণে ব্রেকআপের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায় দৈনিক আমদানি প্রাভাবিত হতে পারে। মানসিক ক্লান্তি, অনিদ্রা, মাথাব্যথা ইত্যাদির সমস্যা হতে পারে। মেষ রাশির ওপর এমনিতেই শনির সাড়েসাতি চলছে, এইজন্য খুব সাবধানে থাকুন।
সিংহ রাশি
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কেতু ১৮ মে ২০২৫ সালে এই রাশিতে প্রবেশ করবে। এরকম অবস্থায় কেতুর এই গোচরে স্বাস্থ্য প্রাভাবিত হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগ থেকে বড় লোকসান হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। দামপ্ত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে তিক্ততা তৈরি হবে। চাকরি ও ব্যবসায় যুক্ত য়ারা, তারা তাড়হুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অন্যথা বড় লোকসান হবে।
তুলা রাশি
কেতুর গোচর তুলা রাশির একাদশ ঘরে হবে। এরকম অবস্থায় কেতু ব্যবসাকে প্রাভাবিত করবে। ব্যবসায় কোনও বড় লোকসান হতে পারে। আমদানি কম ও খরচ অতিরিক্ত হবে। মানসিক অশান্তি বাড়বে। স্বাস্থ্য নিয়ে খুব সাবধানে থাকতে হবে। পরিবারে অশান্তি ও ঝডগড়ার পরিস্থিতি তৈরি হবে। চাকুরিজীবিদের সংঘর্ বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির সপ্তম ঘরে কেতুর গোচর হবে। এরকম অবস্থায় এই রাশির জন্য কেতুর গোচর অশুভ ফল দেবে। দাম্পত্য জীবন তছনছ হতে পারে। ব্যবসায় এই সময় বিনিয়োগ করবেন না। বড় লোকসান হতে পারে। স্বামী-স্ত্রী একে-অপরের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। অংশীদারিত্বে করা ব্যবসা নিয়ে সাবধান থাকুন। কোমরের নীচের অংশে ব্যথা বাড়তে পারে।