বৈদিক জ্যোতিষে রাহুর মতোই কেতুকেও ছায়া ও পাপী গ্রহ বলে মনে করা হয়। কেতুকে প্রভাবী গ্রহ হিসাবেও মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, কেতু প্রত্যেক ১৮ মাস পর রাশি পরিবর্তন করে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। কেতু এখন কন্যা রাশিতে বিরাজ করছে আর ১৮ মে ২০২৫-এ সিংহ রাশিতে প্রবেশ করবে। কেতুর এই গোচরে কিছু রাশির লাভ হবে। আসুন জেনে নিই সেই রাশিদের তালিকায় কারা।
মিথুন রাশি
কেতু মিথুন রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এই সময় মিথুন রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। এই সয় মিথুন রাশি প্রচুর লাভ করবে। এই রাশির জাতকেরা সব লক্ষ্য পূরণ করতে সফল হবে। উপার্জন বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে।
বৃশ্চিক রাশি
কেতু বৃশ্চিক রাশির দশম ঘরে প্রবেশ করবে। কেরিয়ার তুঙ্গে থাকবে। যত পরিশ্রম করবেন ততই লাভ করতে পারবেন। বিদেশ যাওয়ার জন্য এই সময়টা দারুণ। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। সমাজে খ্যাতি অর্জন করবেন। সম্পর্কগুলো ভাল হবে এবং সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন।
ধন রাশি
কেতু ধনু রাশির নবম ঘরে গোচর করতে চলেছে। এই রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই শুভ প্রমাণিত হবে। সব আর্থিক সমস্যা শেষ হবে। স্বাস্থ্য খুব ভাল থাকবে। অফিসে উচ্চ আধিকারিকেরা কাজের প্রশংসা করবে। আর্থিক সঙ্কট দূর হবে। কেরিয়ারে দারুণ উন্নতি করবেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)