Advertisement

Ketu Horoscope 2025: নতুন বছরে খেলা ঘোরাবে কেতু, ৩ রাশিকে বড়লোক করবে পাপীগ্রহ

Ketu Horoscope 2025: বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কারণ এই দুই গ্রহের অবস্থানে বদল দেশ-দুনিয়া সহ মানুষের ওপর দেখতে পাওয়া যায়। জেনে রাখুন যে রাহু ছাড়া কেতুও৮ মাস পর রাশি পরিবর্তন করে থাকে, যার ফলে তার একটি রাশিচক্র পুরো করতে গোটা ১৮ বছর সময় লাগে।

কেতুর গোচর ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 5:09 PM IST
  • বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলে মনে করা হয়। কারণ এই দুই গ্রহের অবস্থানে বদল দেশ-দুনিয়া সহ মানুষের ওপর দেখতে পাওয়া যায়। জেনে রাখুন যে রাহু ছাড়া কেতুও৮ মাস পর রাশি পরিবর্তন করে থাকে, যার ফলে তার একটি রাশিচক্র পুরো করতে গোটা ১৮ বছর সময় লাগে। কেতুর এই বদল ১২টি রাশির ওপর প্রভাব ফেলে। কেতু ২০২৫ সালের ১৮ মে বিকেল ৫টা বেজে ৮ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করে। আসুন জেনে নিই এই কেতু কোন কোন রাশির মঙ্গল করতে চলেছে। 

মিথুন রাশি
এই রাশিতে কেতু তৃতীয় ঘরে থাকবে। এই জাতকদের জীবনে ভাল প্রভাব পড়তে চলেছে। সাহস ও পরাক্রম খুব দ্রুত বৃদ্ধি হবে, যার ফলে আপনি প্রত্যেক ক্ষেত্রে সফলতা পাবেন। আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বাড়বে। এছাড়াও আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আপনার ভাল সম্পর্ক হবে। ধার্মিক কোনও সফরে যেতে পারেন। আপনার জীবনে অনকে সুখের আগমন হবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন। 

তুলা রাশি
এই রাশির জাতকদের এই সময়টা অনুকূল থাকবে। এই রাশির জাতকদের জন্য নতুন বছর বেশ ভাগ্যবান হতে চলেছে। খুব দ্রুত আমদানি বাড়বে, যার ফলে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। আপনার সব ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। আপনি আপনার ব্যবসা ও কেরিয়ারে বেশি মনোযোগ দিতে পারবেন। তবে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। একটু সতর্ক থাকবে। কেতুর একাদশ স্থানে থাকার কারণে প্রেম জীবনের ওপর ভাল প্রভাব পড়তে চলেছে। 

মীন রাশি
কেতু সিংহ রাশিতে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে এই রাশির সুসময় শুরু হয়ে যাবে। কোনও কাজে আপনার করা পরিশ্রমের ফল এবার পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে খুব লাভ পাওয়ার যোগ রয়েছে। আপনার কাজের প্রশংসা হবে। এর সঙ্গে পদোন্নতি পাবেন আর বেতনও বাড়বে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। বন্ধু বা পরিবারের সঙ্গে তীর্থস্থানে যেতে পারেন। গাড়ি, সম্পত্তি এইসব কিনতে পারেন। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে। বেকার খরচ সমস্যায় ফেলতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপ একটু ভেবেচিন্তে নিন। 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement